শনিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০৯ মার্চ ২০২৩, ০০:০০

৭ মার্চের ভাষণে আমাদের স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে
স্টাফ রিপোর্টার ॥

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেছেন, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে আমাদের স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে। সে সময় সাড়ে সাত কোটি নির্যাতিত-নিপীড়িত বাঙালির মুক্তির দূত ছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্যে প্রস্তুতির সম্পূর্ণ নির্দেশনা দিয়েছিলেন তাঁর আঠারো মিনিটের সেই অলিখিত ভাষণে। তিনি বলেন, মানব ইতিহাসের আড়াই হাজার বছরে যতো ভাষণ আছে তার মধ্যে ৭ মার্চের সেই ভাষণ শ্রেষ্ঠতম ভাষণ। যে ভাষণের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়েছে। আজও সেই ভাষণ আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, অধিকার আদায়ে সাহস ও শক্তি যোগায়। তিনি মঙ্গলবার বিকেলে চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী আর্শ¦াদ মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, কৃষি বিষয়ক সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধাগোবিন্দ গোপ, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী বেপারী। আরো বক্তব্য রাখেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনু প্রমুখ ।

সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়নাল পাটওয়ারী, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম মিয়াজী, ১২নং চান্দ্রা ইউপি চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী, শাহ মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, হানারচর ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার রাঢ়ী, বালিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল্যাহ পাটওয়ারী, তরপুরচণ্ডী ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, হানারচর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ নাজমুল হোসেন বাবুসহ সদর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের অগণিত নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি আরো বলেন, জাতির পিতার সেই দিনের ভাষণ স্বাধীনতার অমর কাব্য। সেই অমর কাব্যের কবি বাঙালি জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকের দিনে তাঁর প্রতি শ্রদ্ধা। আর যারা এই ভাষণে উদ্বুদ্ধ হয়ে মরণপণ যুদ্ধ করে জীবন দিয়েছিলেন সেই শহীদদের প্রতিও বিন¤্র শ্রদ্ধা।

তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীন দেশ দিয়ে গেছেন। তিনি আমাদেরকে মুক্তির পথ দেখিয়েছেন। তাঁকে মাত্র সাড়ে তিন বছর সময় দেয়া হয়েছিলো। একাত্তরের পরাজিত শক্তি এবং তাদের দোসররা তাঁকে নির্মমভাবে হত্যা করে। তারপর একুশটা বছর অন্ধকারে কাটিয়েছি, শাসকরা পাকিস্তানি ভাবধারায় আমাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়েছিলো। বঙ্গবন্ধুর নাম, তাঁর ভাষণ, জয়বাংলা শ্লোগান নিষিদ্ধ হয়েছিল। বঙ্গবন্ধুর দুই কন্যা বিদেশে থাকায় তাঁরা বেঁচে যান। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে এসে দলের হাল ধরেন। বঙ্গবন্ধু কন্যা গত ৪২ বছর যাবৎ দেশের জন্যে, মানুষের জন্যে সংগ্রাম করে যাচ্ছেন। তার জন্যেই আজকে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রয়েছে।

তিনি সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসুন আমরা আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকাকে জয়যুক্ত করি, বাংলাদেশের উন্নয়নকে অব্যাহত রাখি। মানুষের সুখণ্ডশান্তি অগ্রগতিকে অব্যাহত রাখি।

প্রধান বক্তার বক্তব্যে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইউসুফ গাজী বলেন, বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণের মধ্য দিয়েই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এসেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়