প্রকাশ : ০৯ মে ২০২২, ০০:০০
এনবিআরের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ গোলাম হোসেন দলীয় নেতা-কর্মীদের সাথে ঈদ-পরবর্তী শুভেচ্ছা মতবিনিময় করেছেন। গত শনিবার সকালে বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মী-সমর্থকরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেনকে কচুয়ার প্রবেশ দ্বার বারৈয়ারা থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে বরণ করে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন । পরে কচুয়া উপজেলার হাসিমপুর নিজ বাড়ির স্বাধীনতা ভবনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বক্তব্য প্রদানকালে তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে জোরদার করে উন্নয়নশীল বাংলাদেশ গড়তে সংগঠিতভাবে কাজ করছি। করোনাকালীন তিন দফায় আমরা কচুযায় প্রায় ২৪ হাজার সাধারণ জনগণকে খাদ্য সহায়তা প্রদান করেছি এবং সংঘবদ্ধ টিমের মাধ্যমে অক্সিজেন সেবা প্রদান করেছি। আমরা পরিবর্তনের রাজনীতিতে বিশ্বাস করি ।
কচুয়া উপজেলার ১২ টি ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মী-সমর্থক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
একই দিন বিকেলে আলহাজ্ব গোলাম হোসেন কচুয়া উত্তর ইউনিয়নের তেতৈয়ার রব মোল্লা মার্কেট প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা আবু হানিফ বেপারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আঃ জাব্বার বাহার, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা নাছির উদ্দিন, ওয়ার্ড সভাপতি গাজী আঃ হালিম, গিয়াস উদ্দিন মোল্লা, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন মোল্লা, আবু হানিফ, যুবলীগ নেতা লোকমান হোসেন, আবু ছালেহ জাফর প্রমুখ।