প্রকাশ : ১৪ জুলাই ২০২১, ০০:০০
দেশের ইতিহাসে একাধারে ৯ বছরের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকা সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের আজ (১৪ জুলাই) ২য় মৃত্যুবার্ষিকী।
বৈশ্বিক মহামারী করোনার কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে মিলাদ ও দোয়া অনুষ্ঠান আয়োজনের নির্দেশনা রয়েছে। ফলে চাঁদপুর জেলা জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী কোরআন খতম, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এ সকল কমসূচি স্ব স্ব ইউনিট নিজ উদ্যোগে তাদের সুবিধাজনক স্থানে করবে। অপরদিকে শুধু মাত্র জেলা জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতি যৌথভাবে চাঁদপুর শহরের রেলওয়ে ফিডার রোডে জাতীয় যুব সংহতির কার্যালয়ে কোরআন খতম এবং বাদ জোহর মিলাদ ও দোয়ার আয়োজন করেছে।