প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০
ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করে অপ্রাপ্ত বয়সে মেয়েকে বিয়ে দিয়েছেন খোদ একজন ইউনিয়ন নিকাহ্ রেজিস্টার (কাজী)। ঘটনাটি ঘটেছে হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর ইউনিয়নে। এই ইউনিয়নের নিকাহ রেজিস্টার মোঃ আবুল কালাম আজাদ তার নিজের মেয়ের নামে ভুয়া জন্মনিবন্ধন তৈরি করে বাল্যবিবাহ সম্পন্ন করেছেন। বর্তমানে মেয়েটি কমলাপুর দাখিল মাদ্রাসায় দশম শ্রেণীতে পড়ছে। মেয়ের মাদ্রাসার রেকর্ড অনুযায়ী বর্তমান বয়স ১৬ বছর। কিন্তু নিজ এলাকার চেয়ারম্যান কর্তৃক জন্মসনদ না করে উক্ত কাজী ঢাকা সিটি কর্পোরেশনের ভুয়া জন্মসনদ সংগ্রহ করে মেয়েকে বিয়ে দিয়েছেন। এই নিয়ে জনমনে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে আবুল কালাম আজাদ বলেন, আমার মেয়ের বিয়ে হয় নি। দেখতে আসছিলো, কথাবার্তা হয়েছে। ভুয়া জন্ম নিবন্ধন তৈরি করি নি।
বর স্পেন প্রবাসী তানভীর জানান, বিয়ে হয়েছে, তিনি ঘর-সংসারও করছেন।
বরের বাবা আনোয়ার হোসেন জানান, প্রায় তিন মাস পূর্বে সাত লাখ টাকা কাবিননামায়ও সাড়ে চার লাখ টাকা ওয়াসিলে তার ছেলের সাথে পারিবারিক সম্মতিতে ওই কাজীর মেয়ের বিয়ে সম্পন্ন হয়েছে।