মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০

জেনারেল হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে বেড খালি নেই
মিজানুর রহমান ॥

চাঁদপুরে ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতি। চিকিৎসকেরা বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার পর রোগীরা তীব্র উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। আড়াইশ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ৬০ বেডের করোনা ওয়ার্ডে ৭০ জন ভর্তি রোগীর চিকিৎসা চলছে। কোনো বেড খালি নেই। অতিরিক্ত বেড দিয়ে ফ্লোরে শয্যা করা ছাড়া উপায় নেই। রোববার সকালে খোরশেদ আলী নামে করোনা পজিটিভ একজন রোগীর মৃত্যু হয়েছে।

গতকাল সন্ধ্যায় আইসোলেশন ওয়ার্ডে সরজমিনে গিয়ে ডিউটিরত নার্সদের সাথে কথা বলে এমন তথ্য জানা গেছে। হাসপাতলে এখন পজিটিভ রোগী ভর্তি আছেন ৩৬ জন আর উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৩৪ জন। আইসোলেশন ওয়ার্ডের মেডিকেল অফিসার ডাঃ মেহেদী হাসান জানান, সারাদেশের ন্যায় চাঁদপুরেও করোনা বাড়ছে। জনগণকে এ বিষয়ে খুবই সতর্ক হওয়া প্রয়োজন। তিনি জানান, বৃহস্পতিবার রাত থেকে ডিউটি করছেন এবং প্রতিদিনই রোগী আসছে। স্বাভাবিকভাবে করোনার চিকিৎসা দিতে গিয়ে তাদের হিমশিম খেতে হচ্ছে।

তিনি বলেন, আইসোলেশন ওয়ার্ডের সব ডাক্তার একত্রিত না হয়ে তারা বাই রোটেশনে ডিউটি করছেন। জেলার এ হাসপাতালের জন্য হাইফ্লো অক্সিজেন দরকার বলে তারা মনে করেন।

হাসপাতালের সুপারিন্টেন্ডেন্ট ডাঃ হাবিব উল করিম জানান, করোনা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। রোগী যে হারে বাড়ছে আল্লাহই ভাল জানেন। তিনি বলেন, আইসোলেশন ওয়ার্ডে শয্যা খালি না থাকলে বিকল্প আরেকটি ওয়ার্ড তিনতলায় করা ছাড়া উপায় নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়