মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০

কাজ মানসম্মত হয়েছে, আমাদের নিয়মিত মনিটরিং রয়েছে
প্রবীর চক্রবর্তী ॥

১১ জুলাই রোববার বিকালে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ ফরিদগঞ্জ উপজেলার বাঘড়া বাজারে ভূমিহীনদের জন্যে তৈরি ঘর ও আশপাশের অবস্থান পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিটি ঘরের ভেতরে ও বাইরে পরির্দশন ছাড়াও ঘরপ্রাপ্তদের সাথে কথা বলেছেন। পুরো এলাকা পরিদর্শন শেষে তিনি উপকারভোগীদের সাথে সাংবাদিকদের সামনে কথা বলেন।

পরে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, সরকার মুজিববর্ষ উপলক্ষে সারাদেশে ভূমিহীনদের ঘর প্রদানের কর্মসূচি নিয়েছে। সেই প্রকল্পের ঘর চাঁদপুরে প্রতিটি উপজেলায় বাস্তবায়িত হয়েছে এবং তা চলমান রয়েছে। আমি নিজে চাঁদপুরের প্রতিটি উপজেলা পর্যায়ে নির্মাণ করা ঘরগুলো সম্পর্কে জানি, সেগুলো অনেক ভালো হয়েছে। আমরা নিয়মিত তা মনিটরিং করছি এজন্যে যে, এই কাজগুলো যাতে মানসম্মত হয় এবং কোনো ধরনের খুঁত না থাকে। তাই বলতে পারি, ভূমিহীনদের জন্যে তৈরি ঘরগুলোর কাজ মান সম্মত হয়েছে।

তিনি বলেন, আমরা সকলে জানি, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসব কাজ মনিটরিং করেন। কাজের ব্যাপারে কোনো ছাড় দেয়া হয়নি। তাই তাঁর প্রতিটি ঘর করতে আমাদের ইউএনও, এসিল্যান্ডরা নিজেদের ঘর তৈরির মতো করে কাজ করেছেন। অর্থের সর্বোচ্চ সাশ্রয় করে এই ঘরগুলোকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। বরাদ্দকৃত টাকার চেয়ে বেশি অর্থ এখানে ব্যয় হয়েছে। কাজের ব্যাপারে শতভাগ নিশ্চিত থাকার পরও স্থানীয় একটি পত্রিকায় রিপোর্ট এসেছে শুনেছি। সেজন্যে আমি নিজে রোববার সরেজমিন ফরিদগঞ্জ উপজেলার বাঘড়া বাজারের ঘরগুলো দেখতে এসেছি। বাস্তব পরিস্থিতি আমি নিজেও দেখেছি, আপনারা দেখেছেন। আমি নিজে প্রতিটি স্থান ঘুরে দেখেছি, বরাদ্দপ্রাপ্ত লোকজনের সাথে কথা বলেছি। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এসব ভূমিহীন লোকজনের জন্যে ঘর মানসম্মত হয়েছে বলে মনে করছেন।

তিনি বলেছেন, স্থানীয় পত্রিকায় যে তথ্যগুলো সম্পর্কে বলা হয়েছে, যেমন পানি, বিদ্যুৎসহ তার সবকিছুই রয়েছে। তাই এসব অভিযোগ সঠিক নয়। সড়কের ইটের সলিং কাজ চলমান রয়েছে।

তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিল্টন দস্তিদার প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়