প্রকাশ : ১০ জুলাই ২০২১, ০০:০০
৪ ভাইয়ের মধ্যে ৩ ভাই বীর মুক্তিযোদ্ধা। সেই ভাইদের মধ্যে বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন (৭৪) চলে গেলেন পরপারে। গতকাল ৯ জুলাই শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের একটি হাসপাতালে ফুসফুসের সমস্যাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্নালিল্লাহে...রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্মীয়ণ্ডস্বজন, বন্ধুণ্ডবান্ধব রেখে গেছেন। গতকাল শুক্রবার বাদ আসর মরহুমের নিজ গ্রাম হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গার্ড অব অনার ও জানাজা শেষে স্থানীয় গাজী বাড়ি পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তিনি গাজী বাড়ির মরহুম কলিম উদ্দিনের ছেলে। মোঃ রুহুল আমিন জীবনদ্দশায় পূবালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক পদে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন।
মরহুমের ছোট ভাই অরসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন জানান, মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিনের বড় ছেলে মোঃ জহিরুল ইসলাম এলজিইডি মন্ত্রণালয়ের উপণ্ডসচিব ও ছোট ছেলে রায়হান মেহবুব সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত রয়েছেন। মরহুমের মেয়েরা চাকুরিজীবী ও প্রবাসী।