সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ডাকাতিয়া নদী ও সিআইপি অভ্যন্তরস্থ খাল খননসহ ৫ দফা দাবিতে সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ২০:২৭

মেঘনায় চাঁদাবাজিকালে তিন যুবক আটক

মাহবুব আলম লাভলু
মেঘনায় চাঁদাবাজিকালে তিন যুবক আটক
মতলবের মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবককে গ্রেফতার করা হয়।

মতলব উত্তর উপজেলায় মেঘনা নদীতে চাঁদাবাজির সময় তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। ১ ডিসেম্বর রোববার সকালে নৌ পুলিশ মেঘনা নদীর চরউমেদ থেকে কাঁচিকাটাগামী খাল সংলগ্ন স্থান থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো : মো. শাহ আলম বেপারী (৩২), মো. মোক্তার মোল্লা (৪০) ও সুমন বেপারী (৩০)। তারা তিনজনই শরীয়তপুরের সখিপুর উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা। মোহনপুর নৌ পুলিশ সূত্রে জানা যায়, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বুলবুল হোসাইনের নেতৃত্বে নৌ পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে চাঁদাবাজির সাথে সম্পৃক্ত তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের তৈরি ইঞ্জিনচালিত নৌকা জব্দ ও নগদ ২ হাজার ৪২০ টাকা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ নদীতে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছে। মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, অভিযুক্তরা শরীয়তপুরের কাঁচিকাটা এলাকা থেকে এসে নৌযান থামিয়ে চালকদের ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করছিল। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়