বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ২১:৩৩

ইমতিয়াজ শাহরাস্তির শ্রেষ্ঠ যুব সংগঠক

মোঃ আবুল কালাম ॥
ইমতিয়াজ  শাহরাস্তির  শ্রেষ্ঠ যুব সংগঠক
শাহরাস্তির ইমতিয়াজ সিদ্দিকী তোহা উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠকের পুরস্কার গ্রহণ করছেন শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর কাছ থেকে।

শাহরাস্তি ইয়ুথ ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার ইমতিয়াজ সিদ্দিকী তোহা উপজেলার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হয়েছেন। জাতীয় যুব দিবস উদ্‌যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক তিনি শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হন। এ উপলক্ষে শুক্রবার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী ইমতিয়াজ সিদ্দিকী তোহার হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামসুল আমিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবু ইসহাক, শাহরাস্তি পল্লী বিদ্যুতের ডিজিএম মোবারক হোসেন খানসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

ইমতিয়াজ সিদ্দিকী তোহা জানান, তিনি সুহৃদ সমাজ শাহরাস্তি উপজেলার প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। মাদক বিরোধী কার্যক্রমে অংশ নেয়া, ক্রীড়া সামগ্রী বিতরণ, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও পরিচর্যা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ ও ট্রাফিকের দায়িত্ব পালনে বিশেষ ভূমিকা রাখায় তিনি বিভিন্ন পুরস্কার অর্জন করেন।

স্নাতকোত্তর ডিগ্রিধারী ইমতিয়াজ সিদ্দিকী তোহা টামটা দক্ষিণ ইউনিয়নের বিশিষ্ট আলেম মাওলানা আবু বকর সিদ্দিকের একমাত্র ছেলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়