শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ২২:২৮

সাড়ে পাঁচানী ফাজিল মাদ্রাসার এডহক কমিটিতে দাতা সদস্য নিয়োগে অনিয়ম

মতলব উত্তর ব্যুরো ॥
সাড়ে পাঁচানী ফাজিল মাদ্রাসার এডহক কমিটিতে   দাতা সদস্য নিয়োগে অনিয়ম

মতলব উত্তর উপজেলার সাড়ে পাঁচানী ফাজিল মাদ্রাসার কমিটি গঠনে নিয়ম বহির্ভূত দাতা সদস্য নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। ওই মাদ্রাসায় কোনো জায়গা না দিলেও সাবেক অধ্যক্ষ রেফায়েত উল্লাকে দাতা সদস্য নিয়োগ দেয়ায় স্থানীয় লোকজনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে ফেসবুকেও লেখালেখি করছেন বিষয়টি নিয়ে।

মোঃ মোবারক হোসেন নামে একজনের ফেসবুক পোস্ট তুলে ধরা হলো : সাড়ে পাঁচানী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আপনাকে বলছি। সাড়ে পাঁচানী ফাজিল মাদ্রাসাটি মরহুম দেলোয়ার হোসেন মাওলানা সাহেব ও এলাকাবাসীর সাহায্য-সহযোগিতা আর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকের এ অবস্থায় এসে দাঁড়িয়েছে। আপনি (সাবেক অধ্যক্ষ রেফাতুল্লা) দায়িত্বে থাকাকালীন সময়ে প্রতিষ্ঠানে বসে যা খুশি তা-ই করেছেন। এলাকার কোনো মানুষকে গোণার সময় আপনার ছিলো না। প্রতিষ্ঠানের পিয়ন থেকে শুরু করে কোনো শিক্ষক পর্যন্ত আপনার অত্যাচার থেকে রক্ষা পায়নি। এমনকি স্টাফদের শারীরিক  নির্যাতনের অভিযোগও আপনার বিরুদ্ধে আছে। এসব অত্যাচার মুখ বন্ধ করে সহ্য করা ছাড়া কোনো উপায় ছিলো না। ভয়ে কেউ মুখ খোলার সাহস পায়নি। কারণ আপনি ছিলেন খুনি হাসিনা সরকারের পরীক্ষিত দালাল! আর ম্যানেজিং কমিটি ছিলো আপনার হাতের তৈরি। তারা আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে গেছে, তাদের অন্ধবিশ্বাসকে পুঁজি করে আপনি স্বেচ্ছাচারিতার মাত্রা অতিক্রম করেছিলেন।

আপনি হয়তো ভুলে গেছেন যে, দলের প্রভাব খাটিয়ে অনিয়মকে নিয়ম করেছিলেন। আপনার সেই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার এখন ক্ষমতায় নাই। তাই এখনো আপনি ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন। সর্বশেষ প্রতিষ্ঠানের এডহক কমিটি গঠন নিয়ে যে নগ্ন খেলায় মেতেছেন, তা বন্ধ করেন। প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ন রাখার স্বার্থে এতোদিন চুপ ছিলাম, চেয়েছিলাম আলোচনার মাধ্যমে সমাধান করতে, কিন্তু আপনি আলোচনায় সমাধান চান না। আপনি আলোচনার পথ বন্ধ করে অতীতের মতো নিয়মনীতির তোয়াক্কা না করে চোরা পথে আপনার অবৈধ ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাচ্ছেন।

এখনো সময় আছে, প্রতিষ্ঠানের চলমান এডহক কমিটি গঠন নিয়ে আপনার নগ্ন হস্তক্ষেপ বন্ধ করেন। জনগণের প্রতিষ্ঠান জনগণকে পরিচালনা করার সুযোগ দেন। না হয় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে এর দায়ভার আপনাকেই বহন করতে হবে। ভুলে যাবেন না, আইনিভাবে আপনি এখন সাড়ে পাঁচানী ফাজিল মাদ্রাসার কেউ না। বিভিন্ন অনিয়মের তথ্য প্রমাণসহ পরবর্তীতে হাজির হবো। এ নিয়ে আরও বিস্তারিত তথ্য নিয়ে পরবর্তী সংবাদ প্রকাশ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়