বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:১২

চাঁদপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা

ভিটামিন ‘এ’ প্লাস নিয়ে কোনো গুজবে কেউ বিভ্রান্ত হবেন না

--------সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন

অনলাইন ডেস্ক
ভিটামিন ‘এ’ প্লাস নিয়ে কোনো গুজবে কেউ বিভ্রান্ত হবেন না

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে চাঁদপুরে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ফেব্রুয়ারি রোববার দুপুর ১টায় ওই কার্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ মোঃ শাখাওয়াত হোসেনের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, শরীফ চৌধুরী, দৈনিক প্রভাতী কাগজের সম্পাদক ও প্রকাশক আবদুল আউয়াল রুবেল, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক কাদের পলাশ, দৈনিক মানবকণ্ঠের জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন শান্ত ও এখন টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি তালহা যুবায়ের।

কর্মশালায় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, শহীদ পাটওয়ারী, গিয়াসউদ্দিন মিলন, বিএম হান্নান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, মির্জা জাকির, রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবদুর রহমান, দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি শওকত আলী, দৈনিক ইলশেপাড় পত্রিকার প্রধান সম্পাদক মাহবুবুর রহমান সুমন, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোরশেদ আলম রোকন, দৈনিক সুদিপ্ত চাঁদপুর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এমআর ইসলাম বাবু, দৈনিক মতলবের আলো পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কেএম মাসুদসহ অন্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন ডাঃ মোঃ শাহাদাত হোসেন বলেন, ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শতভাগ সফল করতে আমরা বদ্ধপরিকর। কেউ কোনো গুজবে বিভ্রান্ত হবেন না। তিনি এজন্যে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, অসুস্থ ছাড়া সকল বাচ্চাই ‘এ’ প্লাস ভিটামিন ক্যাপসুল খেতে পারবে। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। অনেকে ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে গুজব ছড়াচ্ছে। ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল বাচ্চাই এ প্লাস ভিটামিনটি খেতে পারবে। এটা খুবই ভালোমানের। এটা রেনেটা কোম্পানির, জার্মানী থেকে আসা। এ ভিটামিনের গুরুত্ব সকলকে বুঝাতে হবে।

তিনি আরও বলেন, বিশ্বের ১৫১টি দেশে বাংলাদেশ ঔষধ সরবরাহ করে থাকে। করোনা মোকাবেলায় আমরা ৫ম হয়েছি। আমাদের এই ভিটামিন বিশ^মানের।

কর্মশালায় এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানহীন ও লাইসেন্সবিহীন ক্লিনিকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে এই কার্যক্রম একটু ধীর হলেও অচিরেই তা সকলের সামনে দৃশ্যমান করা হবে। সবসময় আপনাদের সহযোগিতা কামনা করি।

সিভিল সার্জেন কার্যালয় সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৮টি উপজেলা ও ২টি পৌরসভায় মোট ৩ লাখ ২১ হাজার ৬শ’ ৪৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সী মোট ৩৬ হাজার ৬শ’ ৫৮ জন শিশু এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী মোট ২ লাখ ৮৪ হাজার ৯শ’ ৮৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। জেলার মোট ২১১৫টি কেন্দ্রে ক্যাম্পেইন সঠিক তদারকির জন্য ৫০৫ জন কর্মকর্তা নিয়োজিত থাকবেন। ২০ ফেব্রুয়ারি সকাল ৮টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে।

আরো জানা যায়, ভিটামিন ‘এ’ শিশুর অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ করে, শিশুর শারীরিক বিকাশে সাহায্য করে, ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। আজ দিনব্যাপী সারাদেশে জাতীয় ভিটমিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্যাপিত হবে। এদিন ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ ইন্টারন্যাশনাল ইউনিট) এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ ইন্টারন্যাশনাল ইউনিট) খাওয়ানো হবে। গত রাউন্ডে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ৬-১১ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ছিল ৩৬,৪৩০ জন, ভিটামিন এ প্রাপ্ত শিশুর সংখ্যা ৩৫,৯৯৮ জন, অর্জনের হার ৯৮.৮১%, গত রাউন্ডে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের ১২-৫৯ মাস বয়সী শিশুর লক্ষ্যমাত্রা ছিল ২ লক্ষ ৮৫ হাজার ৮ জন, ভিটামিন প্রাপ্ত হয় ২ লক্ষ ৮৩ হাজার ১শ' ৫ জন, অর্জনের হার ৯৯.৩৩%।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়