মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত: ডোপ টেস্টে ধরা পড়ল মাদকাসক্তি
  •   সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাই: স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে অভিযোগ
  •   চাকা পাংচার হওয়ায় এনজিও কর্মকর্তার মৃত্যু
  •   বরগুনায় টিকটক নিয়ে পারিবারিক কলহ: স্ত্রীকে হত্যা, স্বামী আত্মহত্যার চেষ্টা
  •   মানব পাচারের চক্রের বিরুদ্ধে বিজিবির সফল অভিযান: কিশোরী উদ্ধার, তিন আটক

প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০

কচুয়ায় প্রভাবশালীর কাছে জিম্মি অসহায় এক পরিবার

কচুয়ায় প্রভাবশালীর কাছে জিম্মি অসহায় এক পরিবার
কচুয়া ব্যুরো ॥

কচুয়ায় এক প্রভাবশালীর কাছে জিম্মি হয়ে মানবেতর জীবনযাপন করছে অসহায় একটি পরিবার। পরিবারটি ওই প্রভাবশালী গংয়ের হাত থেকে বাঁচতে সালিসদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। ঘটনাটি ঘটেছে কচুয়ার ৬নং উত্তর ইউনিয়নের নাহারা বড় বাড়িতে। প্রভাবশালী ওই ব্যক্তি কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য কামরুজ্জাামান।

অভিযোগ সূত্রে জানা যায়, একই বাড়ির চাচাতো ভাই আব্দুল হান্নান তার পৈত্রিক ও খরিদ সূত্রে হাল দাগ নং ২০৯৩ বাড়ি ও ২০৯৭ দাগে পুকুর ভরাট মোট ৮.৫৭ শতাংশ ভূমির মালিক হয়ে ভরাট করে ফলদ গাছ রোপণ করে তার নিজ নামে খারিজ করেন। যার খারিজ খতিয়ান ৯৮৫, তারিখ ০২/০৭/২০২০।

সম্প্রতি উক্ত জমি কামরুজ্জামান, চাচা আব্দুল মবিন ও তার তিন ভাগিনা কামরুল, সুজন ও সবুজ জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে থানায় কয়েকবার অভিযোগ দেয়া সত্ত্বেও কামরুজ্জামান গং থানাকে তোয়াক্কা না করে ক্ষমতার বলে নিজের ইচ্ছামাফিক নালিশি ভূমিতে কাজ করার প্রস্তুতি নেয়। তার আপন চাচা আব্দুল মবিন বেআইনিভাবে নালিশি জমি ভোগ দখল করার জন্য আব্দুল হান্নান গংকে বিবাদী করে ওই সম্পত্তির উপর ১৪৫ ধারায় নিষেধাজ্ঞা জারি করে। বিজ্ঞ আদালত সরেজমিনে তদন্ত করার জন্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে দায়িত্ব প্রদান করে।

সরেজমিনে গেলে অভিযুক্ত কামরুজ্জামানের চাচী ৬৫ বছর বয়সী বৃদ্ধা আছিয়া বেগম বলেন, ১৯৮৫ সালে আমার একমাত্র মেয়ে ফাহিমাকে রেখে আমার স্বামী কামাল উদ্দিন মারা যান। মৃত্যুর পর ঘরের জানালা ভেঙ্গে কামরুজ্জামানের বাবা সুলতান আহমেদের নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী আমার সম্পত্তি ভোগ দখল করার জন্যে আমার গলায় ছুরি চালিয়ে মেরে ফেলতে চেয়েছিল। এলাকার জনগণের সহযোগিতায় ও আল্লাহর রহমতে এখনো বেঁচে আছি। ফাহিমার বাবার মালিকীয় সম্পত্তি প্রায় ৫০ শতক ভূমি আজও তারা জোর করে ভোগ দখল করছে। বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সালিসরা কয়েকবার বৈঠকে বসলেও কোনো সমাধান হয়নি, উল্টো তাদের ক্ষমতার দাপটে গ্রামবাসীকে হুমকি ধমকি দেন।

একই বাড়ির আবু তাহের মাস্টার জানান, তার মালিকানা ও দখলীয় সম্পত্তি প্রায় ১ একর ৫০ শতাংশ ভূমি মবিন ও কামরুজ্জামান এবং তার ভাগিনা গংয়ের নেতৃত্বে জোরপূর্বক দখল করে বিক্রি করার পাঁয়তারা চলছে। কামরুজ্জামান ও তার ভাগিনারা ক্ষমতার দাপট দেখিয়ে নাহারা গ্রামের সকল মানুষের ওপর অত্যাচার নির্যাতন চালিয়ে আসছে।

এ ব্যাপারে কামরুজ্জামান বলেন, আমি ও আমার পরিবার কারো সম্পত্তি দখল করেনি। তারা আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার চালাচ্ছে।

ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম বলেন, বিভিন্ন সময় স্থানীয়ভাবে বিষয়টি সমাধানে চেষ্টা করে ব্যর্থ হয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়