প্রকাশ : ১২ জুলাই ২০২১, ০০:০০
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নতুন অ্যাম্বুলেন্স প্রদান
হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্যে একটি নতুন অ্যাম্বুলেন্স বরাদ্দ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। গতকাল রোববার দুপুরে শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি এ অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। হাইমচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ বেলায়েত হোসেন চাবি গ্রহণ করে অ্যাম্বুলেন্স বুঝে নেন। তিনি জানান, ঢাকাস্থ মন্ত্রীর বাসভবনে চাবি হস্তান্তর করা হয়েছে। এই অ্যাম্বুলেন্স পাওয়ায় হাইমচরের মানুষ চাঁদপুর, কুমিল্লা, ঢাকাসহ বিভিন্ন স্থানে গিয়ে জরুরি সেবা নিতে পারবে।