প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০২:৩৮
শ্রীনগরে ভেলা ভাসানো উৎসব অনুষ্ঠিত
শ্রীনগরে ভেলা ভাসানো উৎসব অনুষ্ঠিত। প্রতি বছর বাংলা ভাদ্র মাসের প্রথম বৃহস্পতিবার হতে শেষ বৃহস্পতিবার যে কোনো একদিন আয়োজক গন তাদের সুবিধা মত ভেলা ভাসাবো উৎসব পালন করেন। এবছর ও এর ব্যতিক্রম ঘটেনি ১৪ সেপ্টেম্বর ছিল ভাদ্র মাসের শেষ বৃহস্পতিবার এদিন উৎসাহ মুখর পরিবেশে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরের বিভিন্ন গ্রামে ভেলা ভাসানো উৎসব অনুষ্ঠত হয় ।এ উপলক্ষে বিকাল হতেই এর আয়োজকগণ ভেলা তৈরীর কার্যক্রম শুরু করেন।
|আরো খবর
প্রথমে কলা গাছ কেটে সাতটি টুকরা দিয়ে ভেলার তলদেশ তৈয়ার করে তার উপরে বাঁশের চটিও রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা হয় ছোট্ট আকৃতির একটি ঘর। ভেলা নির্মাণের কার্যক্রম চলে গভীর রাত পর্যন্ত এদিকে রাত যত গভীর হতে থাকে আশেকানদের উপস্থিতিতি ততই বাড়তে থাকে।এ সময় মাইকে জারি সারি ভাটিয়ালি গান পরিবেশন হতে থাকে ঢোলকের বাদ্যযন্ত্রের তালে তালে আশেকানেরা ও নাচতে থাকেন।
ভেলার নির্মাণ কাজ শেষ হলে ,ভেলার ভিতরে প্রথমে মোম ও আগরবাতি জ্বালিয়ে দেওয়া হয় এরপর বিভিন্ন প্রকার মিষ্টি ও ফল রাখা হয় ।তারপর বাদ্যযন্ত্রের তালে তালে ভেলাটিকে স্থানীয়, নদী -খাল-বিল ঝিলে ভাসিয়ে দেওয়া হয়।এ সময় আশেকানদের মাঝে আবেগ ঘন পরিবেশের সৃষ্টি হয়।ভেলা ভাসানোর পর সারারাত জারি গান পরিবেশন করা হয়। আশেকানগণ সে গান উপভোগ করেন শেষ পর্বে আয়োজক গণ উপস্থিত আশেকানদের মাঝে শিন্নি বিতরণ করেন।