শনিবার, ০৫ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৩ মে ২০২২, ১১:২৮

জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন চাঁদপুরের কৃর্তী সন্তান ফজলুর রহমান বাবুল : আরেকজন (মরনোওর) সাঁতারু অরুণ নন্দী

মিজানুর রহমান
জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন চাঁদপুরের কৃর্তী সন্তান ফজলুর রহমান বাবুল : আরেকজন (মরনোওর) সাঁতারু অরুণ নন্দী

প্রথিতযশা ক্রীড়া সংগঠক চাঁদপুর ফরিদগঞ্জের কৃর্তীসন্তান মোঃ ফজলুর রহমান বাবুল জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন। সর্বোচ্চ এই পুরস্কার ২০১৪ সালের জন্য ঘোষিত হলেও তা পেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে গত ১১ মে,২০২২ ইং তারিখে। এদিন রাজধানীর ওসমানী মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত মনোনীত দেশের ৮৫ জন বরেণ্য ক্রীড়া ব্যক্তিত্ব পুরস্কার গ্রহণ করেন।

ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি চাঁদপুরের কৃর্তীসন্তান মোঃ ফজলুর রহমান বাবুলকে জাতীয় ক্রীড়া পুরস্কারের পদক পরিয়ে দেন।

ফজলুর রহমান বাবুল ১৯৫১সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পাইকপাড়া ৮ নং ইউনিয়নের কামালপুর পাটোয়ারী বাড়িতে। এই কৃতি সন্তান একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীকার আন্দোলনের নিউক্লিয়াস। ৬৯-৭০ সালে ঢাকা শহর ছাএলীগের সাংগঠনিক সম্পাদক, মতিঝিল থানার (বর্তমান ১১টি থানা) স্বাধীনবাংলা ছাএ সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন।পাক হানাদার বাহিনী তার বাড়িটি ধংস করেছিল। চার যুগ ধরে ক্রীড়া অংগনে তার বিচরণ।তিনি ঢাকা মোহামেডানের পারমানেন্ট মেম্বার, বাফুফে, ডামফা,মফুলীর কর্মকর্তা হিসেবে ৪০ বছর দায়িত্ব পালন করেছেন।

মতিঝিল টিএন্ডটি ক্লাবের চীফ অ্যাডভাইজার ও এবং প্রতিষ্ঠাতা ছিলেন। জাতীয় ও মোহামেডান ফুটবল দলের হয়ে বহুবার দেশে বিদেশে টিম লিডার ও ম্যানেজারের দায়িত্ব পালন করেছেন। ফিফা মাঠ ও টার্ফ ম্যানেজমেন্টে দু'বার সার্টিফিকেট পেয়েছেন। এছাড়া ক্যানারী ওয়ারফ ইউকে ফুটবল একাডেমির চীফ কো অরডিনেটর। ৭৭ সালে মুক্তধারা -বাংলা একাডেমি একুশে সংকলন প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে পুরস্কার পেয়েছেন।

এছাড়া ৭১ সালে পাক বাহিনী রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালালে পুলিশদের সহযোগি হিসেবে প্রথম পেট্রিয়ট যোদ্ধা ছিলেন। ২৭ মার্চ,৭১সালে ২ জন বীর পুলিশ শহীদ হলে টিএন্ডটি ক্লাবের পেছনে অন্যান্যদের সাথে নিয়ে সমাহিত করেন। মোহামেডানের চার যুগের সাফল্যের অংশীদার তিনি। সৃষ্টি করেছেন অসংখ্য খেলোয়াড়।

বর্তমানে বাংলাদেশ খো খো ফেডারেশনের সাধারণ সম্পাদক। সাবেক প্রধানমন্ত্রী মরহুম মিজানুর রহমান চৌধুরী সাহেবের বাড়ি হচ্ছে ফজলুর রহমান বাবুলের মামার বাড়ি।

এদিকে, জাতীয় ক্রীড়া পুরস্কার পেয়েছেন চাঁদপুরের আরেক কৃর্তীসন্তান বিশ্বনন্দিত সাঁতারু অরুণ নন্দী। তাকে মরণোত্তর জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত করা হয়েছে। সাঁতারু অরুণ নন্দী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়