প্রকাশ : ২৪ মার্চ ২০২২, ১৮:২৪
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিুযোগীতা
এ বিদ্যালয়ের ক্রীড়া নৈপুন্যে আমরা অভিভুত : নাজিম দেওয়ান

চাঁদপুর সদর উপজেলার পৌর ১৪ নং ওয়ার্ডস্থ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৪ মার্চ বৃহস্পতিবার বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী প্রাচীনতম বিদ্যালয়।
এ বিদ্যালয়ের অনেক ঐতিহ্য ও সুনাম রয়েছে। ক্রীড়াঙ্গনে এ বিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থী জাতীয় পর্যায়ের সহ আন্তর্জাতিক পর্যায়েও খ্যাতি অর্জন করেছে। আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ক্রীড়া নৈপুণ্যে আমরা অভিভূত ও আনন্দিত। এ মাঠের উন্নয়নে চাঁদপুর উপজেলা পরিষদ সর্বদাই পাশে থাকবে। এছাড়াও এ বিদ্যালয়ের মাঠ নিয়ে যে জটিলতা রয়েছে অচিরেই তার সমাধান হবে।
বিদ্যালয়ের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সবিতা বিশ্বাস ও সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সানজিদা শাহানাজ।
তিনি তার বক্তব্যে বলেন বাবুরহাট উচ্চ বিদ্যালয় কলেজটি ঐতিহ্যবাহী ও প্রাচীনতম বিদ্যালয়। বিদ্যালয় ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি আনন্দিত। উদ্বোধনী অনুষ্ঠানে প্যারেড অনুষ্ঠানসহ অন্যান্য কার্যাবলি আমার কাছে খুবই ভালো লেগেছে। তিনি আরো বলেন বিদ্যালয়ের মাঠে নিয়ে যে জটিলতা রয়েছে এ বিষয়ে আমি সহকারী কমিশনার ভূমি কে দ্রুত সম্পাদনের জন্য অবগত করব এবং এ মাঠের উন্নয়নে উপজেলা পরিষদে সাধ্যমত চেষ্টা করবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এডভোকেট জহিরুল ইসলাম, বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক ও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহিদ উল্লাহ খান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সদস্য ও আওয়ামী লীগ নেতা মোঃ সেলিম খান, সহকারী অধ্যাপক শেখ নজরুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর কবির, প্রভাষক ও ক্রীড়া কমিটির আহ্বায়ক মোঃ মামুনুর রহমান, প্রভাষক মোঃ হুমায়ুন কবির রোটারিয়ান মোঃ জাকির হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, আওয়ামী লীগ নেতা সুকমল কর রামু, সদর উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মোঃ হযরত আলী খান, মোঃ মাহবুবুর রহমান জুয়েল, মোঃ আক্তার হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র মোঃ জাহিদ হাসান ও গীতা পাঠ করেন দশম শ্রেণীর ছাত্রী মেঘস্রী সরকার প্রাপ্তি।