শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১০:০৭

২৬৪ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি)

৭ প্রার্থীর সবাই হাজীগঞ্জের সন্তান

কামরুজ্জামান টুটুল।।
৭ প্রার্থীর সবাই হাজীগঞ্জের সন্তান

২৬৪ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৭ জন প্রার্থী নির্বাচন করতে মাঠ চষে বেড়াচ্ছেন। এ নির্বাচনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কাকতালীয়ভাবে এই ৭ জনের বাড়িই হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকাতে।

খোঁজ নিয়ে জানা যায়, বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের বাড়ি উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়িতে। তবে তিনি হাজীগঞ্জ পৌরসভার ভোটার। ১১ দলীয় জোট তথা জামায়াত সমর্থিত এলডিপির দলীয় ছাতা প্রতীকের প্রার্থী ড. নেয়ামুল বশিরের বাড়ি ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচই গ্রামের মজুমদার বাড়ি। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী মির্জা গিয়াস উদ্দিনের বাড়ি ৫নং সদর ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মির্জা বাড়ি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও চেয়ার প্রতীকের প্রার্থী আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী হাজীগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডের ধেররা গ্রামের সন্তান।

ইসলামী আন্দোলন বাংলাদেশ

(পীর সাহেব চরমোনাই)-এর হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ আলী পাটোয়ারীর বাড়ি হাজীগঞ্জের ৫ নং সদর ইউনিয়নের অলীপুর গ্রামে। ইনসানিয়াত বিল্পব বাংলাদেশের আপেল প্রতীকের প্রার্থী মো. মাহমুদ হাসান নয়নের বাড়ি উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী গ্রাম ও ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন প্রধানীয়ার বাড়ি ৩ নং কালচোঁ উত্তর ইউনিয়নের তারাপল্লা গ্রামের প্রধানীয়া বাড়ি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়