প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১৬:২৯
ফরিদগঞ্জে ধানের শীষ চিংড়ি দাঁড়িপাল্লাসহ ৮ প্রার্থী প্রতীক নিয়ে মাঠে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২২ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণা শুরু করার কথা থাকলেও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বরাদ্দকৃত প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নেমে পড়েছে মোট ৮জন প্রার্থী। এরা হলেন : বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ (প্রতীক ধানের শীষ), উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির ১নং সদস্য এম এ হান্নান (প্রতীক চিংড়ি), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী (প্রতীক দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আল্লামা মুকবুল হোসাইন (প্রতীক হাতপাখা), গণফোরাম মনোনীত প্রার্থী মুনীর চৌধুরী (উদীয়মান সূর্য), জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাহমুদ আলম (প্রতীক লাঙ্গল), ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী আব্দুল মালেক বুলবুল (প্রতীক মোমবাতি) ও স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন (ফুটবল)।
এর আগে দুপুরে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন। এর মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থী এম এ হান্নান ও জাকির হোসেন উভয়ই চিংড়ি প্রতীক চাইলে রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ দেন। এতে এম এ হান্নান চিংড়ি ও জাকির হোসেন ফুটবল প্রতীক পান। এছাড়া দলীয় প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পান।








