শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২১, ২০:০৮

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সভায় বক্তারা

দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহবান

স্টাফ রিপোর্টার
দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকার আহবান

আগামী ২৩ অক্টোবর চাঁদপুর জেলা বিএনপি'র দ্বিবার্ষিক সম্মেলন-২০২১ সামনে রেখে জেলা বিএনপির আয়োজনে সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের মনিরা ভবনে চাঁদপুর জেলা বিএনপি'র অন্তর্গত সকল উপজেলা ও পৌর বিএনপি'র ধারাবাহিক সাংগঠনিক সভার অংশ হিসাবে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া। এ সভায় দলের জেলা আহবায়ক কমিটির নেতৃবৃন্দসহ উপজেলা,পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক'শ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মাঠপর্যায়ের নেতাদের মনোভাব জানার চেষ্টা করেন দলের জেলা পর্যায়ে নীতিনির্ধারকেরা।

এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম,মাহবুব আনোয়ার বাবলু, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জসীম উদ্দীন খান বাবুল, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মুনীর চৌধুরী,দেওয়ান মোঃ সফিকুজ্জামান,সেলিমুছ সালাম,আক্তার হোসেন মাঝি,খলিলুর ররহমান গাজী,ফেরদৌস আলম বাবু,অ্যাডঃ হারুনুর রশিদ,হুমায়ুন কবির প্রধান প্রমুখ। এছাড়াও সাংগঠনিক সভায় বিভিন্ন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সভায় বক্তারা আসন্ন জেলা বিএনপির সম্মেলন সফল, ত্যাগী, সাহসী, ইমানদার নেতা কর্মীদের সমন্বয়ে জাতীয়তাবাদী দল বিএনপির জেলা, উপজেলাসহ সকল ইউনিয়নও ওয়ার্ড শাখাকে সুসংগঠিত ও শক্তিশালী করা এবং দলের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের প্রস্তুতি নিতে উপস্থিত নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়