শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:৪০

বিজয় দিবসের আলোচনা ও খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

ফরিদগঞ্জবাসী চাইলে আমি নির্বাচন করবো

-----এমএ হান্নান

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জবাসী চাইলে আমি নির্বাচন করবো

ফরিদগঞ্জ

উপজেলাবাসী চাইলেই আমি চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে নির্বাচন করবো। কারণ গত ৩০ বছর ধরে আমি ফরিদগঞ্জবাসীর কল্যাণে সকল কিছু করেছি। ফলে ফরিদগঞ্জবাসী আমার পরিবারের মতো। এই পরিবারের সদস্যরা যেমনটি চাইবেন আমি তেমনটি করবো। তাদের জন্যে আমার দরজা সবসময় খোলা। আমি এবং আমার পরিবার আজীবন ফরিদগঞ্জবাসীর কল্যাণে কাজ করে যাবো। জনপ্রতিনিধি হই বা না হই, তাতে কিছু আসে যায় না। মানুষের ভালোবাসা এবং দোয়াই অনেক কিছু।

শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত বিজয় দিবসের আলোচনা ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেতে গিয়ে ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও চাঁদপুর জেলা বিএনপির ১নং সদস্য আলহাজ্ব এমএ হান্নান এ কথা বলেন। এ সময় তিনি ফরিদগঞ্জবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করেন।

ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাছির উদ্দীনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ। অতিথির বক্তব্য রাখেন গুপ্টি পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য মনির হোসেন পাটওয়ারী, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সেলিম সর্দার, সাধারণ সম্পাদক মিজান, সাংগঠনিক সম্পাদক কাজী সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল মণ্ডল, ওয়ার্ড বিএনপি নেতা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল মজুমদার, যুগ্ম আহ্বায়ক রেদোয়ান হোসেন রানা, সদস্য সচিব বিল্লাল হাজী, যুগ্ম আহ্বায়ক মনির সওদাগর, ইউনিয়ন যুবদল নেতা সোহেল মিজি, উপজেলা যুবদল নেতা শরীফ বেপারী, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আতিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাসেল রাফি, সাংগঠনিক সম্পাদক সায়েম, ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম, সাবেক ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তারেক ভূঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়