প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯
ফরিদগঞ্জে বিএনপির বিজয় র্যালিশেষে আলোচনা সভায় বক্তারা
ফেব্রুয়ারির নির্বাচনে এম এ হান্নানই বিজয়ী হয়ে এমপি হিসেবে সংসদে যাবে

৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে র্যালিটি বের হয়ে ফরিদগঞ্জ উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত আলোচনা সভায় সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মঞ্জিল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ ও আবু জাফর খসরু মোল্লা। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম, নজরুল ইসলাম নজু, আব্দুর রহমান, বিএনপি নেতা বিল্লাল হোসেন ভূঁইয়া, মোস্তফা কামাল সবুজ পাটওয়ারী, সাবেক প্যানেল মেয়র জাকির গাজীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে যে যুদ্ধ শুরু করেছিলেন, ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মধ্যে দিয়ে তার পূর্ণতা এসেছে। আজকের এই বিজয় দিবসে আমরা আরেকটি শপথ নেবো, ফরিদগঞ্জবাসীর প্রাণের মানুষ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নানকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন নিশ্চিত করা। আমরা আশা করবো, প্রাথমিক মনোনয়নে আমাদের দল বিএনপি যে ভুল করেছে, তা শুধরিয়ে চূড়ান্তভাবে সবকিছুতেই এগিয়ে থাকা আলহাজ্ব এম এ হান্নানকেই মনোনয়ন দিবে। আর যদি তারা ভুল করে তাহলে ফরিদগঞ্জবাসী কোনো ভুল করবে না। তারা অবশ্যই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে এম এ হান্নানকে নির্বাচিত করে সংসদে অবশ্যই পাঠাবে। আর জনগণের এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে আমরা সকলে এক ও ঐক্যবদ্ধ রয়েছি। প্রয়োজনে আমাদের আন্দোলন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নিয়ে যাবো।








