প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ২১:৩০
পৌর ১৩ ও ১০নং ওয়ার্ডে গণসংযোগকালে শেখ ফরিদ আহমেদ মানিক
ধানের শীষ জয়ী হলে দেশ পরিবর্তন হবে

চাঁদপুর পৌর ১৩ ও ১০নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বিএনপির মনোনীত চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
|আরো খবর
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টা থেকে ১৩নং ওয়ার্ডে গণসংযোগ শুরু হয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তাঁর গণসংযোগ ও উঠান বৈঠক সম্পন্ন হয়।
শুরুতে সকাল সাড়ে ৭টায় ১৩নং ওয়ার্ডের ষোলঘর পাকা মসজিদ এলাকা থেকে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর ওয়ার্ডের শেখ বাড়ি রোড, গুচ্ছগ্রাম আশ্রয়ন প্রকল্পে উঠান বৈঠক, দক্ষিণ গুনরাজদী, মুন্সী বাড়ি রোড, শীল বাড়ি, দক্ষিণ তরপুরচন্ডী, শেখের হাট বাজারে উঠান বৈঠক, খলিশাডুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকসহ পুরো ওয়ার্ডে পাড়া-মহল্লা, বাড়িঘর ও বাজার এলাকায় গণসংযোগ করেন এবং মানুষের খোঁজখবর নেন।
বিকেল ৩টায় পৌর ১০নং ওয়ার্ডে গণসংযোগ ও উঠান বৈঠক করেন। তিনি ওয়ার্ডের সিএনজি স্ট্যান্ডে উঠান বৈঠক, আদালত পাড়া, হাজী মহসিন রোড, উকিল পাড়া, ট্রাক রোড, পালপাড়া, ট্রাকঘাট, রহমপুর কলোনীতে উঠান বৈঠক, নতুন বাজারে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, আমি আপনাদের চাঁদপুরেরই সন্তান। ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি বিএনপির প্রার্থী হিসেবে একটি ভোট চাই। মানুষের বসবাস করার মতো যা যা প্রয়োজন, তা গত ১৮ বছরে হয় নি। তিনি তাঁর বক্তব্যে বলেন, যারা প্রচারণা করবেন, তারা প্রচারণার পাশাপাশি এলাকার সমস্যা নোট করবেন। আমরা সেই নোট অনুযায়ী এলাকার উন্নয়নে কাজ করে যাবো। আমাদের অনেক নেতাকর্মী আপনাদের সন্তান। তারা অনেক মামলা ভোগ করেছে। গত ১৬ মাসে তারা সেই মামলাগুলো থেকে অব্যাহতি পেয়েছে। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, আপনারা ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ জয়ী হলে দেশ পরিবর্তন হবে।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, শাহাজালাল শেখ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, সহ-সভাপতি অ্যাড. কোহিনূর বেগম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি একেএম আজাদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ফিরোজ পাটওয়ারী, ১০নং ওয়ার্ড বিএনপির মো. হাবিব পাটওয়ারী, সাধারণ সম্পাদক মো. শহীদ ঢালী সহ অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।







