প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৫
কমিউনিস্ট পার্টির প্রার্থী জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে সংসদ সদস্য পদপ্রার্থী মো. জাহাঙ্গীর হোসেন কাস্তে মার্কার সমর্থনে ভোট চেয়ে মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিকেলে শহরের ওয়্যারলেস বাজারের দোকানদার, ক্রেতা, পথচারী ও যানবাহন চালকদের মাঝে প্রচারপত্র বিলি করেন।
গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য কমরেড সুধাংশু সাহা, জেলা কমিটির সদস্য কমরেড ডা. শ্যামল চন্দ্র ঘোষ, শিক্ষক নেতা মো. মোশতাক আহম্মেদ, কৃষক নেতা আশিষ কুমার সরকার ও তুষার মজুমদার। গণসংযোগকালে প্রার্থী জাহাঙ্গীর হোসেন বলেন, ৭১'র স্বপ্ন বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি। প্রতি বছর লক্ষ লক্ষ যুবক বেকারের খাতায় নাম লেখান। বেকার তথা কর্মহীনদের জন্যে কোনো সরকারই কখনও কার্যকর ব্যবস্থা নেয়নি। বাংলাদেশের প্রধান প্রধান সমস্যার মধ্যে রয়েছে বেকারত্ব ও সম্পদের অসম বণ্টন। যার ফলে সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন হয়নি, শ্রম শোষণ কমেনি। তাই শ্রমিক শ্রেণির ন্যায্যতা এবং তরুণ-যুবদের জীবনমানের গ্যারান্টির জন্যে কমিউনিস্ট পার্টির ক্ষমতায়ন ছাড়া বিকল্প নেই।
তিনি আরও বলেন, এ দেশের সাধারণ মানুষ ৫৪ বছর যাদেরকে ভোট দিয়েছে তাতে কোনো কাজে আসেনি। মানুষের অর্থনৈতিক মুক্তি আসেনি। তাই চাঁদপুর-৩ এলাকায় শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করতে কাস্তে মার্কায় ভোট দিন। যাতে করে কর্মসংস্থান সৃষ্টির জন্যে সংসদে প্রস্তাব আনা যায়। মানুষ বারংবার প্রতারণা থেকে মুক্তি পেতে কাস্তে মার্কায় ভোট দেয়া ছাড়া আর কোনো গত্যন্তর নেই।






