প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩৮
চান্দ্রা ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও উঠোন বৈঠক
এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র অভিভাবক দেশনেত্রী খালেদা জিয়া
----------- শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ডের পাড়া-মহল্লায় গণসংযোগ ও উঠোন বৈঠক করেছেন চাঁদপুর-৩ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
|আরো খবর
মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৭টায় চান্দ্রা ইউনিয়নের জব্বার ঢালি এলাকায় পথসভা করেন। এরপর ১নং ওয়ার্ডের গাজী বাড়ি ও পাটোয়ারী বাড়িতে গণসংযোগ শেষে পাটোয়ারী বাড়ির ঈদগাহ মাঠে উঠোন বৈঠকে অংশ নেন। পরে ২নং ওয়ার্ডের মাঝি বাড়ি, কবিরাজ বাড়ি, ঢালী বাড়িতে উঠোন বৈঠক ও বিভিন্ন পাড়া-মহল্লার ভোটারদের মাঝে গণসংযোগ করে ধানের শীষের পক্ষে ভোট চান। বৈঠকগুলোতে নারী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
উঠোন বৈঠকে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বর্তমানে অসুস্থ আছেন। আপনারা সবাই তার জন্যে দোয়া করবেন। আগামী সংসদ নির্বাচনে আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানালে নারীদের জন্যে ফ্যামিলি কার্ড এবং পুরুষদের জন্যে কৃষি কার্ডের ব্যবস্থা করা হবে। এছাড়া গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট উন্নয়ন করা হবে।
তিনি আরও বলেন, এমপি হওয়ার পর আপনাদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করবো। জেলেদের কার্ড, চাল ঠিকমতো পৌঁছে কিনা, নাকি চুরি-ডাকাতি হয়, এসব দেখার দায়িত্ব আমার। কিন্তু বাড়ির মধ্যে জমি-জায়গা নিয়ে গণ্ডগোল হলে এটা আমার দেখার বিষয় নয়। এর জন্যে কোর্ট আছে, আইনজীবী আছে এবং থানা আছে।
গণসংযোগে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর, চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, চান্দ্রা ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু, সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম মাস্টার, সহ-সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক তালহা ফারুকী, সঞ্চয় পাটোয়ারী, সিনিয়র যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন মিন্টু মাঝি, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরু গাজী, সাধারণ সম্পাদক ফজলুর রহমান বেগ, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল ঢালী, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ গাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিক, সদস্য সচিব কাকন মিজি, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আউয়াল জমাদার, সাবেক সাধারণ সম্পাদক আজাদ বেপারীসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।








