প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ২১:৫২
সর্বস্তরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
জয়লাভ করলে চাঁদপুরের মেগা প্রজেক্টগুলো সম্পন্ন করার চেষ্টা করবো
----------শেখ ফরিদ আহমেদ মানিক

'ব্যবসায়ীরাই দেশের অর্থনীতির চাকা সচল রাখে।' ঐতিহ্যবাহী বাণিজ্য-বন্দর চাঁদপুরের ব্যবসায়ীদের সমস্যা নিরসন এবং ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার লক্ষ্যে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র জেনারেল বডি মেম্বার এবং চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সাথে মতবিনিময় সভায় অংশ নেন চাঁদপুরের ৫৫টি ব্যবসায়ী সংগঠন। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) রাতে মুনিরা ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ মানিক।
|আরো খবর
তিনি তাঁর বক্তব্যে বলেন, আপনারা আজকে যারা এখানে এসেছেন, তারা ৫০ হাজার লোকের প্রতিনিধিত্ব করছেন। আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে আপনাদের দ্বারাই ৫০ হাজার ভোট আসবে আমার পক্ষে। চাঁদপুরকে সুন্দরভাবে বিনির্মাণ করতে হলে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। আমাকে ভোট দিয়ে যদি নির্বাচিত করেন এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী করেন, তাহলে চাঁদপুরের উন্নয়নে আমরা একসাথে কাজ করবো।
তিনি আরো বলেন, আমি জয়লাভ করলে চাঁদপুরের মেগা প্রজেক্টগুলো সম্পন্ন করার চেষ্টা করবো। আমি চেষ্টা করবো আগামী তিন বছরের মধ্যে মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ কাজ শেষ করতে। আমরা ক্ষমতায় গেলে সরকারের কোনো টাকা অপচয় হতে দেবো না। গত ১৫ মাসে চাঁদপুরের ব্যবসায়ী মহলে চাঁদাবাজ শব্দটি নেই। মাদকের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে নির্বাচনের পরে একসাথে আমরা কাজ করবো।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি তমাল কুমার ঘোষ।
চাঁদপুর চেম্বার অব কমার্সের সিনিয়র সদস্য রোটা. শরীফ মো. আশ্রাফুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি ফারুক হোসেন মৃধা, চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি পরেশ চন্দ্র মালাকার, বরফকল মালিক সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন শাকিল, মৎস্য বণিক সমিতির সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, বাংলাদেশ জুয়েলারি মালিক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মোস্তফা ফুল মিয়া, চাঁদপুর ডেভলপারস সমিতির সভাপতি আবদুল্লা আল মামুন, পালবাজার আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, বাংলাদেশ পুস্তক ও প্রকাশক সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি এসএম মোর্শেদ সেলিম, চাঁদপুর রেলওয়ে হকার্স মার্কেট সমিতির সভাপতি মহসিন মিয়া,
চাঁদপুর প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহীন, চাঁদপুর বস্ত্র মালিক সমিতির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম লিমন, পরিবেশক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম জগলু, চাঁদপুর রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আখন্দ, বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক বিএম হারুনুর রশিদ, আবাসিক হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহেদুল হক মোর্শেদ, ঔষধ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনির হোসেন গাজী, রড সিমেন্ট ব্যবসায়ীদের পক্ষে আব্দুল আজিজ মিয়াজী, বাবুরহাট বাজার কমিটির সভাপতি দেলোয়ার হোসেন খান প্রমুখ।








