বুধবার, ০৩ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২০:৫৫

মতলব উত্তরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় এতিমদের মাঝে খাবার বিতরণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় মতলব উত্তরে সদকাহ, মাদ্রাসা ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. মোহাম্মদ জালাল উদ্দিনের উদ্যোগে এ আয়োজন করা হয়। মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) দুপুরে ড. মোহাম্মদ জালাল উদ্দিনের বাড়িতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দলীয় নেতারা বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য চাঁদপুর-২ আসনে ধারাবাহিকভাবে দোয়া, এতিমখানায় খাবার বিতরণ, কোরআনখানি ও বিশেষ প্রার্থনা হয়ে আসছে। যতোদিন না তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন, ততোদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে। মাহফিলে বিশেষ দোয়া করা হয় দেশনেত্রী খালেদা জিয়ার সুস্থতা, দেশের শান্তি ও মানুষের কল্যাণের জন্যে। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়