প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ২০:১২
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদগঞ্জে সাদাকাহ, কোরআন খতম ও দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনা করে ফরিদগঞ্জে সাদাকাহ, কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের উদ্যোগে মঙ্গলবার (২ ডিসেম্বর ২০২৫) উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের উত্তর চড়বড়ালী মারকাজে উমর (রা.) মাদরাসা ও এতিমখানায় দিনব্যাপী এই আয়োজন শেষে বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির কাজী, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুট্টো, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পেয়ার আহাম্মদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। মোনাজাত শেষে মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের মাঝে তবররুক বিতরণ করা হয়।
দোয়াপূর্ব আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশে গণতন্ত্রের উত্তরণে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। নিজের মৃত্যু নিশ্চিত জেনেও পতিত স্বৈরাচারের দাবির কাছে মাথা নত না করে মিথ্যা মামলায় তিনি বছরের পর বছর জেল খেটেছেন। কিন্তু তিনি কোনো প্রলোভনে পড়েননি। তার আপসহীনতার কারণেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই আমাদের এই প্রাণপ্রিয় নেত্রী যেনো জীবিত থেকে নিজের চোখে গণতন্ত্র যাত্রার পথচলা দেখতে পান, সেটাই আমাদের সকলের প্রত্যাশা। পুরো বিশ্ব আজ বেগম খালেদা জিয়ার জন্যে দোয়া করছে।








