শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৫, ১৯:৫০

শাহরাস্তিতে উন্মুক্ত আলোচনা সভায় ধানের শীষের জয়ে তৃণমূল বিএনপির অঙ্গীকার

শাহরাস্তি প্রতিনিধি।।
শাহরাস্তিতে উন্মুক্ত আলোচনা সভায় ধানের শীষের জয়ে তৃণমূল বিএনপির অঙ্গীকার

চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা ধানের শীষের জয়ের লক্ষ্যে

শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিকেলে শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উন্মুক্ত আলোচনা সভায় মিলিত হন।

সভা পরিচালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব মো. আবদুল কাইয়ুম রিপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মো. কামাল উদ্দিন। তিনি বলেন, “দলের ক্রান্তিকালীন শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপি যে ঐক্য দেখাচ্ছে, তা চাঁদপুর-৫ আসনে ধানের শীষের বিজয়ের ভিত্তি রচনা করবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল খায়ের সিএ, সহ-সভাপতি মো. মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজি, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহম্মেদ সোহেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেরাজুন্নবী রাজু, পৌর নেতা এ.এস.এম. লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, শ্রমিক দলের নেতা রফিকুল ইসলাম, মনির মিয়াজি, ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল ইসলাম জুয়েল প্রমুখ।

পুরো সভাজুড়ে ছিলো ভিন্নধর্মী উদ্দীপনা। নেতাকর্মীরা একে অপরের কাঁধে হাত রেখে ‘ঐক্যই শক্তি’ স্লোগানে মুখরিত করে তোলেন সভাস্থল। কেউ বক্তা নয়, সবাই কর্মী—এমন মনোভাবেই তারা জানান, এখন ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি নয়, ধানের শীষের পক্ষে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে বিজয় অর্জন করতে হবে। সভাশেষে নেতাকর্মীরা শপথ নেন চাঁদপুর-৫ আসনে ধানের শীষের বিজয়ই হবে জনগণের বিজয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়