প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ২১:০০
চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষের আমাদের আর কোনো প্রার্থী নাই
--অ্যাড. সলিম উল্লাহ সেলিম

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেছেন, চাঁদপুর জেলার পাঁচটি আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ছাড়া আমাদের আর কোনো বিকল্প প্রার্থী নেই। তিনি শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর জেলা বিএনপি আয়োজিত ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন।
|আরো খবর
তিনি আরো বলেন, যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সবাই আমাদের দলের যোগ্য প্রার্থী ছিলেন। তারেক রহমানসহ বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড চাঁদপুরের পাঁচটি আসনে যাদেরকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জেলা বিএনপির পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন।
অ্যাড. সেলিম বলেন, চাঁদপুর-৩ আসনে যেমনি আমরা ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে জয়যুক্ত করার জন্য ঐক্যবদ্ধ, দলের প্রতিটি নেতা-কর্মী এবং চাঁদপুরের সর্বস্তরের জনসাধারণের কাছে আহ্বান থাকবে ঐক্যবদ্ধভাবে চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থীকে জয়ী করতে হবে। তাহলে জাতির কাছে তারেক রহমানের যে লক্ষ্য তা পূরণ করতে বদ্ধপরিকর হবে। তিনি বলেন, দেশের মোট ভোটারের ৪০ শতাংশ তরুণ ভোট। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষে হোক। তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট-পরবর্তী সেনা অভ্যুত্থান ও পালটা অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে যখন চরম নৈরাজ্যজনক পরিস্থিতি বিরাজ করছিল, তখন সিপাহি-জনতার মিলিত ঐক্যের বিপ্লব দেশ ও জাতিকে অনাকাঙ্ক্ষিত শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্তি দিয়েছিল। অভূতপূর্ব সেই বিপ্লব-অভ্যুত্থানের মধ্য দিয়ে সাময়িক বন্দিদশা থেকে মুক্ত হন স্বাধীনতার ঘোষক তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান। আজকের এইদিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এ সময় জেলা বিএনপির সভাপতিসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।







