প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৮:৪৫
ফরিদগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় এমএ হান্নান
দলীয় যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়
তারেক রহমানের প্রতি বিশ্বাস রয়েছে

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ফরিদগঞ্জে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এম এ হান্নান।
এ সময় তিনি বলেন, আজ বিএনপি ও এদেশের আপামর জনসাধারণের জন্যে বিশেষ দিন। এই দিনে সিপাহী-জনতা একত্রিত হয়ে এই দেশকে নতুন যাত্রাপথে নিয়ে গিয়েছিলো, আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জনগণের নেতার আসনে অধিষ্ঠিত করেছিলো। বছর ঘুরে আবারো সেই দিন আমাদের সামনে এসেছে। সেই বিশেষ দিনে এই জনসমুদ্র আমাকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে যে আপনারা কতোটা ভালোবাসেন তার প্রমাণ। তিনি বলেন, এখনো হতাশ হওয়ার কিছু নেই, দলীয় যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, তা এখনো চূড়ান্ত নয়। তারেক রহমানের প্রতি আমার বিশ্বাস রয়েছে। তিনি অবশ্যই সঠিক সিদ্ধান্ত নেবেন। তাই দয়া করে কেউ দলের বিরুদ্ধে, কোনো নেতাকর্মীর বিরুদ্ধে কোনো কথা বলবেন না। আমরা দলের সাথে আছি। নিশ্চয়ই দল আপনাদের মনের ভাষা বুঝবেন। যদি না বুঝেন, তাহলে আপনারাই আমার শেষ ভরসা। আপনারা যেই সিদ্ধান্ত জানাবেন, আমি আপনাদের পাশে রয়েছি। আশা করছি দলও আমার পাশে থাকবে।
বিশেষ অতিথি হিসবে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল আলম মুকুল, বিএনপির যুগ্ম আহ্বাযক শরীফ মোহাম্মদ ইউনুছ, মজিবুর রহমান দুলাল, ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বাযক আ. খালেক পাটওয়ারী, নজরুল ইসলাম নজু, আলমগীর পাটওয়ারী, আব্দুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন, সদস্য সচিব ফারুক খান, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জু , পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা, সদস্য সচিব আমজাদ হোসেন শিবলু প্রমুখ।








