প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০১:১৫
মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী মনোনয়নে পুনর্বিবেচনার দাবিতে এক মঞ্চে বঞ্চিত তিন প্রার্থী

মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি কর্তৃক দেওয়া প্রাথমিক মনোনয়নের পুনর্বিবেচনার দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির স্থানীয় নেতাকর্মীরা। বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় শ্রীনগর উপজেলা মোড় থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
|আরো খবর
মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছনবাড়ী বাসস্ট্যান্ড ও ডাকবাংলো মোড় হয়ে শেষ হয়। এ সময় কর্মী-সমর্থকরা “মনোনয়ন পুনর্বিবেচনা করো”, “তৃণমূলের মতামতকে মূল্য দাও”— এমন নানা স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপুর সমর্থক, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মমিন আলীর সমর্থক, এবং বিএনপির অপর প্রার্থী ধীরেন চন্দ্র রায়ের অনুসারীরা।
তারা অভিযোগ করেন, মনোনয়ন প্রক্রিয়ায় তৃণমূল নেতাকর্মীদের মতামত যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি। বক্তারা বলেন, “মুন্সীগঞ্জ-১ আসনে যারা দীর্ঘদিন ধরে মাঠে থেকে দলের হয়ে কাজ করেছেন, হামলা-মামলার শিকার হয়েছেন, এমন নিবেদিতপ্রাণ নেতাদের উপেক্ষা করা হলে তৃণমূলের মনোবল ভেঙে পড়বে।”
বক্তারা আরও বলেন, “দলীয় ঐক্য ও জনগণের আস্থা রক্ষায় যোগ্য, গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থীকে চূড়ান্তভাবে মনোনয়ন দিতে হবে।”
বিক্ষোভ শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
ডিসিকে /এমজেডএইচ








