বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫১

চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত

শেখ ফরিদ আহমেদ মানিককে রাশেদা বেগম হীরার অভিনন্দন

স্টাফ রিপোর্টার
শেখ ফরিদ আহমেদ মানিককে রাশেদা বেগম হীরার অভিনন্দন

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত চাঁদপুর জেলা বিএনপির সভাপতি, কারা নির্যাতিত জনপ্রিয় ও ত্যাগী নেতা শেখ ফরিদ আহমেদ মানিককে অভিনন্দন ও স্বাগত জানিয়েছেন একই আসনের অপর মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুরের কৃতী সন্তান ও বিএনপির সাবেক দুবারের মহিলা এমপি এবং কেন্দ্রীয় বিএনপি’র প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব রাশেদা বেগম হীরা। গত সোমবার (৩ নভেম্বর ২০২৫) রাতে মনোনয়ন প্রত্যাশী সাবেক মহিলা এমপি রাশেদা বেগম হীরা তার ফেসবুক স্ট্যাটাসে চাঁদপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে অভিনন্দন জানান। পাশাপাশি ধানের শীষ প্রতীকের প্রার্থীকে নির্বাচিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে শেখ ফরিদ আহমেদ মানিককে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি ও সাধারণ জনগণ। সোমবার (৩ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

সূত্র : দৈনিক চাঁদপুর খবর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়