শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০১:২৬

রায়পুরে পৌর যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রায়পুরে পৌর যুবলীগ নেতা ও ইউপি সদস্য গ্রেফতার
ছবি-তানজিদ কামাল ( টিশার্ট পরা) ও সিরাজ বেপারী (কালো কোর্ট পরা)।

লক্ষ্মীপুরের রায়পুরে পৌর যুবলীগ নেতা তানজিদ কামাল (৩৫) ও ইউপি সদস্য সিরাজ বেপারীকে (৫২) গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর ২০২৫) রাতে রায়পুর শহরের প্রধান সড়ক থেকে তানজিদ কামাল ও ইউপি সদস্য সিরাজকে আটক করা হয়। অভিযান দুটি পরিচালনা করেন রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের টিম।

গ্রেফতার তানজিদ কামাল মরহুম আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল ও কেরোয়া ইউনিয়নের অপসারিত চেয়ারম্যান শাহিনুর বেগমের বড়ো ছেলে এবং পৌর যুবলীগের প্রথম যুগ্ম আহ্বায়ক। সিরাজ বেপারী চরআবাবিল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) এবং তিনি হাবিবুর রহমান (হাবু মেম্বার)-এর ছেলে।

রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তানজিদ কামাল ও চরআবাবিল ইউপি সদস্য সিরাজ বেপারীকে গ্রেফতার করা হয়েছে। ৫ আগস্ট সরকার বিরোধী আন্দোলনে অংশগ্রহণ ও উসকানির অভিযোগেও তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাদেরকে শনিবার আদালতে প্রেরণ করা হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়