শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ২০:৫৫

চাঁদপুর-৩ আসনে রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইনের নির্বাচনী প্রচারণা শুরু

অনলাইন ডেস্ক
চাঁদপুর-৩ আসনে রিকশা প্রতীক নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইনের নির্বাচনী প্রচারণা শুরু

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কমিটির সদস্য এবং চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওলানা লিয়াকত হোসাইন আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন। শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সকাল ৯টায় চাঁদপুর বাস স্ট্যান্ডের সামনে থেকে বিশাল বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় কয়েক শতাধিক মোটরসাইকেল, ট্রাক, পিক-আপ ভ্যান এবং প্রাইভেটকারে চড়ে হাজারো দলীয় নেতাকর্মী অংশ নেন। এ সময় তাদের হাতে রং বেরংয়ের ব্যানার-ফেস্টুন এবং দলীয় প্রতীক রিকশা শোভা পায়। বিশাল এই নির্বাচনী শোভাযাত্রাটি চাঁদপুর শহরের পুরাণবাজার, দোকানঘর, রঘুনাথপুর, ঢালিরঘাট, চৌরাস্তা, ওয়্যারলেস বাজার, বঙ্গবন্ধু সড়ক, ট্রাক রোড, হাজী মহসিন রোড এবং কুমিল্লা রোড হয়ে শহরের বাবুরহাটে গিয়ে শেষ হয়।

এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মাওলানা লিয়াকত হোসাইন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীকে ভোট কামনা করেন।

মাওলানা লিয়াকত হোসাইন বলেন, মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ন্যায় রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যে ইসলামী শাসন ব্যবস্থার কোনো বিকল্প নেই। সে লক্ষ্যেই বাংলাদেশ খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অনেক দল রাষ্ট্র ক্ষমতায় এসেছে। কিন্তু কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। ক্ষমতায় গিয়ে রাজনৈতিক দলগুলো নিজেদের আখের গুছিয়েছে। দেশের টাকা বিদেশে পাচার করে বেগম পাড়া করেছে।

তিনি বলেন, চাঁদপুর বাংলাদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ জেলা। অনেক সম্ভাবনা থাকার পরেও এই জেলার দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। যার মূল কারণ আমরা সৎ, যোগ্য এবং আদর্শবান নেতৃত্ব পাইনি। নদীভাঙ্গন, বেকার সমস্যা, কর্মসংস্থান গড়ে না ওঠা এবং শিল্প কারখানা না থাকা--এই জেলার অন্যতম সমস্যা। আমাদের বিগত জনপ্রতিনিধিরা এ বিষয়গুলো সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করিনি।

তিনি আরো বলেন, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাকে মনোনীত করেছেন আমাদের নেতা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন হযরত মাওলানা শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ)-এর সুযোগ্য সন্তান শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। আমাদের দলীয় প্রতীক রিকশা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি রিকশা প্রতীকে চাঁদপুর-৩ আসনের ভোটারদের কাছ থেকে ভোট কামনা করছি। ইনশাল্লাহ আমি নির্বাচিত হলে চাঁদপুরবাসীর ভোটের আমানতের যথাযথ মর্যাদা দিবো। নির্বাচনী শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা সানাউল্লা আমিনী, চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইদ্রিস, মাওলানা মোহাম্মদ উল্লাহ, মাওলানা আবুল বাশার, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, চাঁদপুরের বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলম, জেলা অর্থ সম্পাদক হাফেজ কারী রশিদ আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা আবু তাহের, জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ আবু ইউসফ, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ নিয়ামত হোসাইন, চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহমান, সদর উপজেলা সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আবু হুরায়রা, সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, মাওলানা আবু ইউসুফ, জেলা যুব মজলিসের সভাপতি মাওলানা তারেক হাসান, যুব নেতা মাওলানা শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মোজাম্মেল হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা হামিম জেলা কমিটির সদস্য মাওলানা আবু হানিফ, মাওলানা হিতেশামুল হক, মাওলানা শফিউদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়