শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৯:৩২

ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হুমায়ুন কবির বেপারীর পক্ষে লিফলেট বিতরণ অব্যাহত

ফরিদগঞ্জ ব্যুরো।।
ধানের শীষের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হুমায়ুন কবির বেপারীর পক্ষে লিফলেট বিতরণ অব্যাহত

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির বেপারীর পক্ষে দলের ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) বিকেলে সুবিদপুর পূর্ব ইউনিয়নের মনতলা বাজার, চালিয়াপাড়া ও গুপ্টি পূর্ব ইউনিয়নের ফকিরবাজার এলাকায় এ লিফলেট বিতরণে অংশ নেন স্থানীয় নেতা-কর্মীরা। লিফলেটে স্থানীয় উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষকদের প্রণোদনা বৃদ্ধি এবং রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনার মতো নানা প্রতিশ্রুতি তুলে ধরা হয়।

কর্মসূচিতে অংশ নেয়া নেতা-কর্মীরা বলেন, হুমায়ুন কবির বেপারী দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জের সাধারণ মানুষের পাশে আছেন। তাঁর নেতৃত্বে ফরিদগঞ্জে গণতন্ত্র ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক দলের সভাপতি আবুল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব নজির আলী খান, সদস্য জুলহাস মিয়া, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন বাপ্পি, সাংস্কৃতিক দল নেতা লিটন গাজী, জাকির খান, মুসা গাজী, জুবায়ের খান, সজিব বেগ, খাজা আহমেদ গাজী, মিন্টু মিয়া, সুজন গাজী, জুয়েল হোসেন, সাগার আহামেদ, এমরান হোসেন, মানিক হোসেন, মেহেদী হাছান, মো. সোবহান, আবুল কাশেম, সোহেল ভূঁইয়া প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়