প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১৯:০৪
রাবিশ ফেলে রাস্তা সংস্কার করে দিলেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার মাঝি
স্টাফ রিপোর্টার।।

চাঁদপুর পৌরসভার প্রফেসর পাড়া-মাতব্বর বাড়ি রোডের বড়ো বড়ো গর্তে রাবিশ ফেলে রাস্তাটি সংস্কার করে দিয়েছেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি।
|আরো খবর
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) সকালে নিজ টাকায় চলাচলের অনুপযোগী এ রাস্তা মেরামত করে দেন তিনি। এতে চলাচলকারী অটোবাইক এবং রিকশা যাত্রী ও চালকসহ স্থানীয়দের ভোগান্তি অনেকটা দূর হবে।
ছবিতে রাস্তাটির গর্তে রাবিশ ফেলে সংস্কার কাজ তদারকি করছেন আক্তার হোসেন মাঝি।