প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ২০:৫৬
যুক্তরাজ্য বিএনপি সভাপতির সাথে হুমায়ুন কবির বেপারীর সৌজন্য সাক্ষাৎ।। সম্মাননা প্রদান

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি মো. হুমায়ুন কবির বেপারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তাঁকে দলের পক্ষ থেকে সম্মননা তুলে দেয়া হয়।
|আরো খবর
সাক্ষাৎকালে হুমায়ুন কবির বেপারী সংগঠনের পক্ষ থেকে এমএ মালেককে শুভেচ্ছা স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন। দীর্ঘদিন প্রবাসে থেকেও গণতন্ত্রের জন্যে তাঁর আপসহীন নেতৃত্ব এবং দলকে সুসংগঠিত রাখার ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সম্মাননা দেয়া হয়। এ প্রসঙ্গে মো. হুমায়ুন কবির বেপারী বলেন, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন এবং তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত রাষ্ট্র মেরামতের বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা নিরলস কাজ করছি। এমএ মালেক দীর্ঘকাল ধরে বিদেশে আমাদের দলের অন্যতম কাণ্ডারী। তাঁর বলিষ্ঠ সংগ্রাম আমাদের সকলের জন্যে অনুপ্রেরণা। তাঁর মতো পরীক্ষিত নেতার সান্নিধ্য ও দিকনির্দেশনা আমাদের পথচলাকে আরও বেগবান করবে।
এমএ মালেক সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতির এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং মো. হুমায়ুন কবির বেপারীর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, আগামীদিনে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবে।