রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২২:৩৫

ফরিদগঞ্জে কাজী রফিকের পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

এমরান হোসেন লিটন ॥
ফরিদগঞ্জে কাজী রফিকের পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সাবেক সফল দপ্তর সম্পাদক, রাজনৈতিকভাবে বহু মামলার আসামি, নির্যাতিত নেতা, ফ্যাসিস্ট ও স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকার রাজপথে আন্দোলনে মিছিলের সম্মুখভাগে অংশগ্রহণকারী এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে মনোনয়নপ্রাপ্ত এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কেএম রফিকুল ইসলাম (কাজী রফিক)-এর পক্ষে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ করেছেন ফরিদগঞ্জ উপজেলায় তাঁর অনুসারী বিএনপি ও বিএনপি’র বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) বিকেলে উপজেলার রূপসা বাজার ও খাজুরিয়া বাজারের বিভিন্ন অলি গলির বিভিন্ন দোকানে এবং বাজারে আগন্তুক বিভিন্ন ব্যক্তিবর্গকে তাঁর পক্ষে বিএনপি’র ৩১ দফার লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণকালে নেতাকর্মীরা মানুষের কাছে কাজী রফিকের পক্ষে সালাম পৌঁছে দেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে কাজী রফিক চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এই বার্তা জনতার কাছে পৌঁছে দেন। এছাড়া বিএনপির রাজনীতির ক্ষেত্রে এবং বিএনপি’র বিভিন্ন আন্দোলন-সংগ্রামে কাজী রফিকের কী অবদান ছিলো তার ওপর কাজী রফিকের একটি জীবন বৃত্তান্তের লিফলেট বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, ওমর ফারুক, বাবুল হোসেন, মহিন হোসেন, মো. হোসেন, ছাত্রনেতা শামীম, ওয়াজিউল্লাহ, শাহ আলম, নুরুল ইসলাম, রাজু হোসেন, কাউসার, মোশারফ হোসেন, মো. ইউসুফ, রাশেদ কাজী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়