রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২২:০০

এমএ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়নের দাবিতে ফরিদগঞ্জে মিছিল সমাবেশ

ফরিদগঞ্জ ব্যুরো।।
এমএ হান্নানকে ধানের শীষ প্রতীকে মনোনয়নের দাবিতে ফরিদগঞ্জে মিছিল সমাবেশ

ফরিদগঞ্জে ২০০৮ ও ২০১৮ সালে কেন্দ্রীয় নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ফরিদগঞ্জ বাজার প্রদক্ষিণ করে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন তাঁর বক্তব্যে বলেন, এমএ হান্নান অতীতে নেতা-কর্মীদের পাশ থেকে সরে যাননি। সর্বদা অসহায়দের পাশে থেকে সমাজে মানবিক উদাহরণ স্থাপন করেছেন। আমরা বিশ্বাস করি, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক দিয়ে তাঁর সেই ত্যাগ ও জনপ্রিয়তার স্বীকৃতি দেয়া হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান মঞ্জুর, সদস্য সচিব আবু ইউসুফ চৌধুরী শাওন, পৌর ছাত্রদলের সভাপতি আল-আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন শিবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আক্তার হোসেন, সদস্য সচিব মো. ফারুক হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফারুক খান, যুবদল নেতা সোহাগ হোসেন পাটোয়ারী, আরিফুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়