রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৫৬

রূপসায় হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

প্রবীর চক্রবর্তী।।
রূপসায় হুমায়ুন কবির বেপারীর পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় সভাপতি হুমায়ুন কবির বেপারীর পক্ষে বিএনপির ৩১ দফার সমর্থনে লিফলেট বিতরণ ও মিছিল সমাবেশ অব্যাহত রয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) বিকালে বৃষ্টি উপেক্ষা করে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজারে মিছিল শেষে লিফলেট বিতরণ করেন দলের নেতা-কর্মীরা।

জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ফরিদগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক আবুল হোসেনের নেতৃত্বে নেতা-কর্মীরা বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে, বাজারে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের মাঝে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট হাতে হাতে পৌঁছে দেন। এ সময় তারা ৩১ দফার প্রয়োজনীয়তা ও আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির অবস্থান ব্যাখ্যা করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা সাংস্কৃতিক দলের আহ্বায়ক আবুল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজির আলী খান, উপজেলা সাংস্কৃতিক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল আহমেদ, কামাল বেপারী, মাছুম ঢালী, শফিক আহমেদ, অপু, মুছা গাজী, মাসুদ গাজী, বেলাল হোসেন ভূঁইয়া, জুলহাস মিয়া, সোহেল ভূঁইয়া, লিটন গাজী, মাহমুদ গাজী, সজিব আহমেদ এবং ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হোসেন বাপ্পী, জাকির খান, বিল্লাল ভূঁইয়া, খাজা গাজী, মিন্টু মিয়া সুজন গাজী, সাগর মিয়া, সাদ্দাম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়