রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫, ২১:৪৯

পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে চাঁদপুর শহর জামায়াতের গোল টেবিল বৈঠক

অনলাইন ডেস্ক
পিআর পদ্ধতিসহ পাঁচ দফা দাবিতে চাঁদপুর শহর জামায়াতের গোল টেবিল বৈঠক

চাঁদপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই বৈঠকের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর শহর শাখা।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ, গণফোরাম, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

পিআর পদ্ধতির প্রয়োজনীয়তা, সুবিধা ও সমস্যার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের শুরা সদস্য ও জেলা আমির মাওলানা বিলাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, গণফোরামের জেলা সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাওলানা মাকছুদুর রহমান, ইসলামিক ল'ইয়ার্স কাউন্সিল জেলা সভাপতি অ্যাড. নঈমুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, গণঅধিকার পরিষদের সভাপতি মো. কাজী রাসেল, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, এনসিপির জেলা সমন্বয়ক মো. মাহবুবুর রহমান।

জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী তাঁর বক্তব্যে বলেন, এই পদ্ধতির মাধ্যমে মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে। প্রার্থীদের সমর্থকদের মধ্যে মারামারি হবে না। এর কারণ হচ্ছে তখন ব্যাক্তিকে নয়, দল কিংবা প্রতীককে ভোট দেবে। রাজনৈতিক হানাহানি বন্ধ হবে, কারণ রাজনৈতিক বাকযুদ্ধ হবে সংসদে। তখন আর রাজপথে কথা বলার প্রয়োজন হবে না।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে দেশের যোগ্য লোকেরা নেতৃত্বে আসবে। আমাদের মনে রাখতে হবে, যারা সংসদ সদস্য নির্বাচিত হন, তাদের মূল কাজ কী। তাদের মূল কাজ হচ্ছে দেশ পরিচালনা করার জন্য আইন তৈরব করা। এখানে প্রশ্ন থেকে যায়, তাহলে উন্নয়ন কাজ করবে কে? উন্নয়ন কাজ করবে স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিরা। বিগত দিনে এমপিদের প্রভাবের কারণে জনপ্রতিনিধিরা সঠিকভাবে কাজ করতে পারেনি।

এই নেতা বলেন, এসব বিষয় গুরুত্ব দিয়ে জামায়াতে ইসলামী পিআরসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি পালন করছে। আশা করছি এদেশে পিআর পদ্ধতি ফিরে আসবে। কারণ, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এক সময় নানা কথা হয়েছে। কিন্তু এক পর্যায়ে রাতের ঘুম বাদ দিয়ে ওই পদ্ধতি চালু হয়।

বিল্লাল হোসেন মিয়াজী বলেন, সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে। এটি কোনো আনন্দের বিষয় নয়, এটি একটি বিচারিক প্রক্রিয়া। আমাদের সতর্ক থাকতে হবে এই সুযোগে যাতে কোনো ফ্যাসিবাদ বেরিয়ে আসার সুযোগ না পায়।

শহর জামায়াতের আমির অ্যাড. মো. শাহজাহান খানের সভাপতিত্বে ও সহ-সেক্রেটারী মো. সবুজ খানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন সিনিয়র আইনজীবী অধ্যাপক আব্দুল্লাহ হিল বাকী, সাংবাদিক গিয়াস উদ্দিন মিলন, শাহাদাত হোসেন শান্ত, মাহবুবুর রহমান সুমন, আবদুল আউয়াল রুবেল, আইনজীবী সালেহ আহমদ সহ বিভিন্ন পেশার ব্যাক্তিবর্গ।

বক্তারা বলেন, বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি চালু রয়েছে। তবে আমাদের দেশে গত ৫ আগস্টের পর এই পদ্ধতি আলোচনায় আসে। নানা মাধ্যমে এই বিষয়টি সাধারণ মানুষের সামনে উপস্থাপন হচ্ছে। পিআর পদ্ধতি চালু হলে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে হিসাব কী রকম হবে। এসব বিষয়গুলো নিয়ে আরো আলোচনা ও মতামত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে। এটি বাস্তবায়ন করতে গিয়ে যাতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত না হয় এই বিষয়ের ওপর বক্তারা গুরুত্ব দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়