প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৭:০০
ফরিদগঞ্জে এম এ হান্নানকে ধানের শীষের মনোনয়নের দাবিতে মোটরসাইকেল শোডাউন

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক, চাঁদপুর জেলা বিএনপির ১ নং সদস্য, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এম এ হান্নানকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন দেওয়ার দাবি তুলে বিশাল মোটরসাইকেল শোডাউন করেছে উপজেলার ১১ নং চর দুঃখিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।
|আরো খবর
শনিবার (৪ অক্টোবর ২০২৫) ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক নিয়ে কয়েকশ' মোটরসাইকেল, সিএনজি অটোরিকশা, অটোবাইক, পিকআপ নিয়ে ইউনিয়নের লক্ষ্মীগঞ্জ থেকে তুলাতুলী বাজার হয়ে খেয়াঘাট বাজার, চৌরাস্তা বাজার, ইসলামগঞ্জ বাজার, বেপারী বাজার, বেড়ীর বাজার হয়ে লামচর কালির বাজারের মাথায় এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মোটরসাইকেল শোডাউনটি শেষ হয়।
শোডাউনে প্রধান নেতৃত্বদানকারী ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আশিক ইকবাল তানভীর। শোডাউন শেষে শোডাউনে এই নেতা সহ কয়েকজন বলেন, আলহাজ্ব এম এ হান্নান বিএনপি'র ব্যানারে গত ৩০ বছর যাবত এই উপজেলায় বিভিন্ন রকম সামাজিক কর্মকাণ্ড করে যাচ্ছেন। যার কারণে ফরিদগঞ্জ উপজেলার মাটি ও মানুষের সাথে তার সম্পৃক্ততা মিশে গেছে। তাই এই উপজেলায় বিএনপির মনোনয়ন আলহাজ্ব এম এ হান্নানের জন্যেই আমরা দাবি করছি।
শোডাউনে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি'র সাংগঠনিক সম্পাদক মুসলিম বেপারী, সহ-সভাপতি শামছুল আরেফিন মুকুল, হাসান আহমেদ সুমন, তোফায়েল আহমেদ, বিএনপি নেতা মান্নান মেম্বার, দুলাল কাজি, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক ইমরান মিয়াজি, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরান হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি সাইফুল ইসলাম মিয়াজি, সাধারণ সম্পাদক মহসিন মিঠু, সাংগঠনিক সম্পাদক সবুজ গাজী, যুবদল নেতা ডাক্তার আল আমিন, থানা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাহমুদুর রশিদ তানহা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন গাজী, সাধারন সম্পাদক হাবিব চৌধুরী, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবদুল কাদের, সাধারণ সম্পাদক ফারুক মোল্যা, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সিয়াম আইমান সহ ১১নং ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতা কর্মী।