রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১৩:৫১

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সভায় অধ্যক্ষ সেলিম ভূঁইয়া

এই সরকার যদি মনে করে আগামী ১ মাসের মধ্যে নির্বাচন দেবে সে ক্ষেত্রে বিএনপি প্রস্তুত আছে

অনলাইন ডেস্ক
এই সরকার যদি মনে করে আগামী ১ মাসের মধ্যে নির্বাচন দেবে সে ক্ষেত্রে বিএনপি প্রস্তুত আছে

চাঁদপুর জেলা বিএনপির তৃতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। শনিবার (৪ অক্টোবর ২০২৫) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার যদি মনে করে আগামী ১ মাসের মধ্যে নির্বাচন দেবে সেক্ষেত্রে বিএনপি প্রস্তুত আছে। আমরা নির্বাচনের জন্যে পুরোপুরি প্রস্তুত। আজকে বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। পিআর পদ্ধতির কথা বলে নির্বাচনী পরিবেশ ঘোলা করতে চাচ্ছে। যারা পিআর চায় জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

তিনি আরো বলেন, যারা বেহেস্তের কথা বলে রাজনীতি করে আমরা সে ধরনের দল না।আমাদের দেশের নারীরা অত্যন্ত বিচক্ষণ, তাদেরকে বেহেস্তের কথা বলে ধোঁকা দেওয়া সম্ভব না। আগামী দিনে এই দেশকে একটি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে অন্যরা অনুকরণ করে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি বলেন, আজকে খুব ভালো লাগছে যে, আমরা মুক্ত আকাশের নিচে প্রোগ্রাম করতে পেরেছি। আমাদের সকল নেতাকর্মীর সকল ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে। দল যাকে মনোনয়ন দেয় তার পক্ষেই কাজ করতে হবে। যাতে আমাদের নেতা তারেক রহমানকে আগামী দিনে এদেশের প্রধানমন্ত্রী করতে পারি।

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী ও অ্যাড. সামছুল ইসলাম মন্টুর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, ছেঙ্গারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন মিয়াজী, ফরিদগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আমানত কাজী, মতলব পৌর বিএনপির সভাপতি সোয়েব সরকার, কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, কচুয়া পৌরসভার আহ্বায়ক হাবিব উল্যাহ ভাণ্ডার প্রমুখ।

সভায় বিগত সভার রেজুলেশন তুলে ধরেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম। বিগত দিনে মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের ওপর শোক প্রস্তাব তুলে ধরেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসাইন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির কার্যকরী কমিটির সদস্য, উপদেষ্টামণ্ডলীর সদস্য, বিভিন্ন উপজেলার সভাপতি/ সাধারণ সম্পাদক ও চাঁদপুুর পৌর বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন জেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. জসিম উদ্দিন পাটওয়ারী। দুপুর ১ টায় এ রিপোর্ট লেখা পযন্ত সাধারণ সভার কার্যক্রম চলছিলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়