প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২২:১৯
শ্রীমঙ্গলে জামায়াতের নির্বাচনী কর্মশালা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীল কর্মশালা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল-হবিগঞ্জ সড়কস্থ একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের আয়োজনে নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম।
জামায়াত শ্রীমঙ্গল উপজেলা শাখার আমির মাওলানা ইসমাইল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) এলাকার সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আব্দুর রব, বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমির কুলাউড়া ২ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী, জেলা সেক্রেটারি ইয়ামির আলী, জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি আলাউদ্দিন শাহ ও শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল সহ জামাত- শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যের দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।