শনিবার, ০৪ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২১:৩১

মতলবে বিএনপির ৩১দফা বাস্তবায়নে 'ঘরে ঘরে জনে জনে' কর্মসূচি

আমাদের ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্ত মোকাবেলা করতে হবে

...............ড. জালাল উদ্দিন

রেদওয়ান আহমেদ জাকির
আমাদের ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্ত মোকাবেলা করতে হবে

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি নিয়ে দেশে বিদেশে যে চক্রান্ত চলছে সেগুলো আপনারা রেডিও টেলিভিশনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারছেন। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সকল চক্রান্তকে মোকাবেলা করতে হবে। আমি আপনাদের পাশে আছি ও থাকবো। আপনারা বিএনপিকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের যথাযথ মূল্যায়ন করা হবে।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনে যে কোনো মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশ ও দেশের মানুষের অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে এবং আমি আপনি কেউই ভালো থাকবো না। তিনি বলেন, আপনাদের উপস্থিতিই প্রমাণ করে নারায়ণপুর বিএনপির ঘাঁটি। আমি নারায়ণপুরবাসীর কাছে ঋণী হয়ে গেলাম। আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাই।

শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) নারায়ণপুর পৌর এলাকায় ৪নং নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত ৩১দফা বাস্তবায়নে 'ঘরে ঘরে জনে জনে' উঠোন বৈঠক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা তিনি বলেন। উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সীর সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, মতলব পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মোজাম্মেল হক খোকন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কৃষক দলের সাধারণ সম্পাদক আমির খসরু, উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ, পৌর যুবদলের আহ্বায়ক মুজিবুর রহমান সরকার, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান প্রমুখ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নই হতে পারে একমাত্র পথ। তারা বলেন, এই কর্মসূচি জনগণের প্রত্যাশা ও সময়ের দাবির সাথে সঙ্গতিপূর্ণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়