বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ২০:৩৯

জামায়াতে মূল লক্ষ্য মানুষের সেবা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন

-------বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন

নিজস্ব প্রতিনিধি।।
জামায়াতে মূল লক্ষ্য মানুষের সেবা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে রবের সন্তুষ্টি অর্জন
মতলব দক্ষিণে নারায়ণপুর পৌরসভার কালিকাপুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আব্দুল মোবিন।

মতলব দক্ষিণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার নারায়ণপুর পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে কালিকাপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

মোট ১৭টি বুথের মাধ্যমে ১০জন বিশেষজ্ঞ ডাক্তার বাত ব্যথা, মেডিসিন, গাইনি, শিশু, অর্থোপেডিক্স, হৃদরোগ, চর্ম ও যৌন, ডায়াবেটিস ও মেডিসিন, বক্ষব্যাধির উপর প্রায় ২ হাজার রোগীর চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা এবং ফ্রি মেডিসিন দেয়ারও ব্যবস্থা করা হয় এই ক্যাম্পে।

এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন।

এ উপলক্ষে জামায়াতে ইসলামী নারায়ণপুর পৌরসভার আমির মাও. সালাউদ্দিনের সভাপ্রধানে এবং মো. নাজমুল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মোবিন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুর-২ নির্বাচনী এলাকার একটি প্রত্যন্ত অঞ্চল কালিকাপুর। এ এলাকার তরুণ প্রজন্মের আয়োজনে এমন একটি মেডিকেল ক্যাম্প গণমানুষের মনে আশার আলো জ্বালিয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য মানুষের সেবা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে মহান রবের সন্তুষ্টি হাসিল করা। আজকের এ মেডিকেল ক্যাম্প মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্যে করা। তিনি আরও বলেন, আমি আপনাদের সাথে নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধ্যমে চাঁদপুর-২ আসনকে একটি আদর্শ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুর রশিদ পাটোয়ারী, মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী মোল্লা মো. জুয়েল, মতলব উত্তর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মেহেদি হাসান নাজির, নারায়ণপুর ইউনিয়নের সাবেক সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান আজাদ।

মেডিকেল ক্যাম্পে স্বাগত বক্তব্য রাখেন ক্যাম্পের প্রধান সমন্বয়ক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগর অফিস সম্পাদক প্রভাষক মো. আরিফ হোসাইন।

মেডিকেল ক্যাম্প পরিচালনা করতে কালিকাপুর অঞ্চলের ৭৫জন স্বেচ্ছাসেবী ৯টি বিভাগে সুশৃঙ্খলভাবে আন্তরিক সহযোগিতা করেন।

স্বেচ্ছাসেবীদের মধ্যে বশির আহমেদ, রাসেল মাহমুদ, মিনহাজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়