প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫
শ্রীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীনগর উপজেলা শাখার উদ্যোগে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় শ্রীনগর আল মদিনা মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব, ডাকবাংলো, স্টেডিয়াম ও চকবাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীনগর বাজারে সমাবেশে মিলিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীনগর উপজেলা আমীর টিএম বেলাল হোসেন। সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মীর নূর জামাল।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক একে এম ফখরুদ্দিন রাজি। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খিজির আ. ছালাম, শুরা সদস্য ডা. এম এ লতিফ হাওলাদার, মিডিয়া বিভাগ পশ্চিমের সভাপতি সাংবাদিক জাকির লস্কর।
এছাড়াও উপস্থিত ছিলেন হাঁসাড়া সভাপতি নুর আলম, বীরতারা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস আলী লস্কর, রাড়িখাল ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শ্রমজীবী ও কৃষকসমাজ।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত ঘোষিত পাঁচ দফা দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি।
দাবিগুলো হলো—
- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন।
- জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু।
- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত।
- ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
- স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
বক্তারা আরও বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই আন্দোলন চলবেই, ইনশাআল্লাহ।”
ডিসিকে/এমজেডএইচ