শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬

খেলাফত মজলিসের ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

দেশের সকল বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে‌

............ তোফায়েল আহমেদ

চাঁদপুর কন্ঠ রিপোর্ট
দেশের সকল বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে‌
ক্যাপশন: খেলাফত মজলিসের সমাবেশে বক্তব্য রাখছেন জেলা সভাপতি তোফায়েল আহমেদ।

খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে ও ছয় দফা বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিস চাঁদপুর শহর শাখার উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের নতুন বাজার মোড়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সাধারণ মুসল্লিরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

বিক্ষোভ মিছিলের প্রাক্কালে জেলা সভাপতি তোফায়েল আহমেদ বলেন, দেশের চলমান সংকট নিরসনে ইসলামভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার বিকল্প নেই। খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যেই আমরা মাঠে আছি এবং জনগণকে সাথে নিয়ে এই আন্দোলনকে সফল করবো।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন সিদ্দিকী।

খেলাফত মজলিস ঘোষিত ৬ দফা দাবি হচ্ছে--

১. অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও এর আইনী ভিত্তি প্রদান;

২. সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন;

৩. আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের অপরাধের বিচার দৃশ্যমান করা;

৪. আওয়ামী ফ্যাসিবাদ ও দোসরদের রাজনৈতিক কার্যক্রম স্থগিত;

৫. নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং তৈরি ;

৬. সকল প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ।

বক্তারা আরও বলেন, এ দাবিগুলো বাস্তবায়িত হলে দেশে ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে। খেলাফত মজলিস জনগণের অধিকার আদায়ে সর্বদা সংগ্রাম চালিয়ে যাবে। কর্মসূচিতে শহর শাখার সভাপতি মাওলানা সুলতান আহমেদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, মাওলানা ইব্রাহীম, মাওলানা ইয়াসিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, সহ-সেক্রেটারী ফারুক মোহাম্মদ নোয়াইম, মাওলানা কবির আহমদ, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আব্দুল্লাহ সিয়াম, সেক্রেটারি জহির। এছাড়া জেলা ও শহর শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়