শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১

মতলব উত্তরে গণঅধিকার পরিষদের উঠোন বৈঠক

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে গণঅধিকার পরিষদের উঠোন বৈঠক
ছবি:মতলব উত্তরে গণঅধিকার পরিষদের উঠোন বৈঠকে বক্তব্য রাখছেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন।

মতলব উত্তরে গণঅধিকার পরিষদের উদ্যোগে উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ফতেপুর পূর্ব ইউনিয়নে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রবীণ ব্যক্তিত্ব মুজিব সরকারের সভাপতিত্বে ও গণঅধিকার পরিষদের সংগঠক ফয়সল সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন, গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি সায়েদুুল হক সিকদার, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মর্তুজা মাহবুব, চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি জিএম মানিক, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি-সাধারণ সম্পাদকসহ অনেকে।

উঠোন বৈঠকে ছাত্র অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইসমাইল হোসেন সুমন বলেন, জনগণের অধিকার রক্ষায় আমাদের আন্দোলন। তৃণমূলে জনগণের সঙ্গে এ ধরনের বৈঠকের মাধ্যমে আমরা বাস্তব সমস্যা জানার চেষ্টা করছি, যেনো তা জাতীয় পর্যায়ে তুলে ধরা যায়।

তিনি আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে এবং স্থানীয়ভাবে গণসংযোগ জোরদার করা হবে।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়