মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২১:০১

এমএ হান্নানকে এমপি মনোনয়নের দাবিতে মুন্সিরহাটে মিছিল

এমরান হোসেন লিটন।।
এমএ হান্নানকে এমপি মনোনয়নের দাবিতে মুন্সিরহাটে মিছিল

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এমএ হান্নানকে আগামীদিনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে বিএনপি থেকে এমপি মনোনয়ন দেয়ার দাবিতে বিশাল মিছিল করেছে ফরিদগঞ্জ উপজেলার ৪নং সুবিদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে ইউনিয়নের মুন্সিরহাট বাজারের পশ্চিম পাশের ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে মুন্সিরহাট বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। পরে মুন্সিরহাট বাজারের পশ্চিম পাশে ব্রিজ সংলগ্ন এলাকায় সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে মিছিলটি শেষ হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু জাফর মোহাম্মদ খসরু মোল্লা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খলিফা, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল সবুজ পাটোয়ারী প্রমুখ।

বক্তারা বলেন, এমএ হান্নান প্রায় দু যুগ ধরে বিএনপির ব্যানারে ফরিদগঞ্জ উপজেলায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং দান-অনুদান প্রদান করে আসছেন। তাঁর নেতৃত্বে ফরিদগঞ্জ উপজেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ-সংগঠন আজ এক কাতারে অবস্থান করছে। আমরা ফরিদগঞ্জ উপজেলায় এমএ হান্নানকে এমপি হিসেবে দেখতে চাই এবং এ উপজেলায় বিএনপি থেকে এমএ হান্নানকে নমিনেশন দেয়া এখন সময়ের দাবি। আগামী দিনগুলোতে এমএ হান্নানকে নমিনেশন দেয়ার দাবিতে এ ধরনের মিছিল বিভিন্ন এলাকায় অব্যাহত থাকবে বলে তারা জানান।

মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৪নং সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মহসিন হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন খান, ৪নং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবুল বাশার টিটু , সদস্য সচিব জাহাঙ্গীর আলম পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনির হোসেন মাঝি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহছান হোসেন, ৪নং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মোজাম্মেল, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রেদোয়ান হোসেন, উপজেলা যুবদল নেতা আল-আমিন, মো. সোহেল, বিএনপি নেতা ইমাম হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আবুল কালামসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মী, সমর্থক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়